ফের বোমার মতো বিস্ফোরিত হল OnePlus Nord 2, আপনিও এই ফোন ব্যবহার করছেন না তো?

By :  techgup
Update: 2022-04-04 06:59 GMT

OnePlus Nord 2 (ওয়ানপ্লাস নর্ড ২) আর ব্লাস্টের ঘটনা যেন একটি কয়েনের এপিঠ-ওপিঠ হয়ে গিয়েছে! মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ এসওসি দ্বারা চালিত এই ফোনটি গত বছর জুলাইয়ে ভারতে লঞ্চের পর থেকেই একের পর এক ব্লাস্টের খবর সামনে আসছে। সম্প্রতি, কল করার সময় একটি OnePlus Nord 2 ব্লাস্ট হয়েছে বলে এক ব্যবহারকারী অভিযোগ করলেন। @lakshayvrm নামের অ্যাকাউন্ট থেকে ওই ইউজার টুইট করে জানান যে, বিস্ফোরণের পর স্মার্টফোনটি ঝলসে গেছে এবং তার ভাইয়ের হাত এবং মুখ বেশ ভালোরকমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। ঠিক কীভাবে ঘটেছে এই দুর্ঘটনা? আসুন জেনে নিই…

কল করার সময় বিস্ফোরিত OnePlus Nord 2

ওই ব্যবহারকারীর মতে, তার ভাই যখন ওয়ানপ্লাস নর্ড ২ থেকে কল করছিলেন, তখনই আচমকা এই ঘটনা ঘটে। তিনি টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে বিস্ফোরণের পর ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত ওয়ানপ্লাস নর্ড ২ স্মার্টফোনটিকে লক্ষ করা গেছে। এবং সেইসাথে দেখা গেছে যে, ব্লাস্টের পর স্মার্টফোনটির একাধিক পার্টস এদিক ওদিক ছড়িয়ে-ছিটিয়ে গিয়েছে এবং ফোনটি থেকে ধোঁয়া বেরোচ্ছে। যদিও বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে ঘটনাটির সম্পর্কে সরেজমিনে তদন্ত করা হচ্ছে বলে ওয়ানপ্লাস কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

আগেই বলেছি যে, ওয়ানপ্লাস নর্ড ২ ফোনে বিস্ফোরণের ঘটনা কোনো নতুন বিষয় নয়। এর আগে একাধিকবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে এই ধরনের খবর সামনে এসেছে। উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে একটি ওয়ানপ্লাস নর্ড ২ বিস্ফোরিত হয় এবং ব্যবহারকারী কোম্পানি ও অ্যামাজনের (Amazon) বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ঘটনার মাত্র ১০ দিন আগে স্মার্টফোনটি কেনা হয়েছিল বলে জানা যায়। ওই ব্যবহারকারী দাবি করেছিলেন যে, বিস্ফোরণের সময় ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি স্মার্টফোনটি তার কোটের পকেটে ছিল, আর এর ফলে তিনি বেশ ভালোরকমভাবে আঘাতপ্রাপ্ত হন এবং তার জামাকাপড়ও ক্ষতিগ্রস্ত হয়।

আপনাদের জানিয়ে রাখি, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে বেঙ্গালুরুতেও এই ধরনের ঘটনা ঘটেছিল। তবে সেক্ষেত্রে ওয়ানপ্লাস স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে, বিস্ফোরণটি বাহ্যিক কারণের সাথে সম্পর্কিত কোনো একটি পৃথক ঘটনার জন্য ঘটেছে, ডিভাইসটির উৎপাদনগত কোনো ত্রুটির সাথে বিস্ফোরণের কোনো সম্পর্ক নেই। তবে যাই হোক, বারংবার এই ধরনের ঘটনা কিন্তু অন্যান্য ওয়ানপ্লাস নর্ড ২ ব্যবহারকারীদের মধ্যে দিন কে দিন উদ্বেগ বাড়িয়ে তুলছে। স্মার্টফোন এখনকার দিনে একটি নিত্যব্যবহার্য তথা অপরিহার্য জিনিস, আর সেটা ব্যবহার করার ক্ষেত্রে যদি আবার শারীরিক ক্ষতি বা জীবনহানির আশঙ্কা চলে আসে, তাহলে তা খুবই মুশকিল! তাই ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য কোম্পানি অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেবে বলেই আশা করা যায়।

Tags:    

Similar News