হাজার টাকার মিষ্টি কিনতে গিয়ে প্রায় ২.৫০ লক্ষ টাকা চোকাতে হল মহিলার, এই বিপদে আপনিও পড়তে পারেন

By :  PUJA
Update: 2022-10-26 08:14 GMT

উৎসবের মরসুমে, অনলাইনে মিষ্টি অর্ডার করে প্রতারিত হলেন এক মহিলা। হাজার টাকার মিষ্টি কেনার জন্য তাকে প্রায় আড়াই লক্ষ টাকা দিতে হয়েছে। পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার আন্ধেরিতে বসবাসকারী ৪৯ বছর বয়সী এক মহিলা অ্যাপ থেকে মিষ্টি অর্ডার করতে গিয়ে ২.৪ লক্ষ টাকা প্রতারিত হয়েছেন।

আজ্ঞে হ্যাঁ! পূজা শাহ নামের ওই মহিলা রবিবার একটি খাবার সরবরাহকারী অ্যাপ থেকে মিষ্টি অর্ডার করেছিলেন এবং অনলাইনে ১,০০০ টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ট্রানজ্যাকশন ব্যর্থ হয়েছিল। এরপর অনলাইনে মিষ্টির দোকানের নম্বর খুঁজে পান পূজা। সেই নম্বরে ফোন করলে একজন ব্যক্তি তাকে তার ক্রেডিট কার্ড নম্বর এবং ফোনে প্রাপ্ত OTP শেয়ার করতে বলেন। মহিলাটি সেই কথা শুনে কার্ডের তথ্য এবং ওটিপি শেয়ার করেন এবং কয়েক মিনিটের মধ্যে তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়।

বড় স্ক্যাম থেকে রক্ষা করেন পুলিশ

মহিলার থেকে অভিযোগ পেয়েই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। যেকারণে ওই মহিলা তার বেশিরভাগ অর্থ ফেরত পেতে সক্ষম হন। ওশিওয়ারা থানায় অভিযোগ দায়ের করার সাথে সাথেই পুলিশ ২,২৭,২০৫ টাকা অন্য অ্যাকাউন্টে স্থানান্তর বন্ধ করে দেয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Tags:    

Similar News