Online Passport Portal: আগামী পাঁচ দিন বন্ধ থাকবে অনলাইন পাসপোর্ট পোর্টাল, অ্যাপয়েন্টমেন্ট থাকলে কি করবেন

By :  techgup
Update: 2024-08-29 09:22 GMT

এই মুহূর্তে আপনি যদি ভারতীয় পাসপোর্ট তৈরি করতে চান তাহলে সমস্যার মুখোমুখি হতে পারেন। কারণ প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কারণে অনলাইন পাসপোর্ট পোর্টালটি (Online Password Portal) আগামী পাঁচ দিন বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে কোনও নতুন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা হবে না এবং ইতিমধ্যেই বুক করা অ্যাপয়েন্টমেন্টগুলির নতুন তারিখ দেওয়া হবে।

পাসপোর্ট সেবা পোর্টালের তরফে জানানো হয়েছে যে, "পাসপোর্ট সেবা পোর্টালটি প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের জন্য ভারতীয় সময় 29 আগস্ট 2024, বৃহস্পতিবার 20:00 টা থেকে ২ সেপ্টেম্বর, সোমবার 06:00 টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে সাধারণ নাগরিক এবং সমস্ত MEA / RPO / BOI / ISP / DOP / পুলিশ অফিসাররা পোর্টাল ব্যবহার করতে পারবে না। আর 30 আগস্ট 2024 এর জন্য ইতিমধ্যে বুক করা অ্যাপয়েন্টমেন্টগুলির নতুন তারিখ ঘোষণা করা হবে। "

রিশিডিউল করা হবে অ্যাপয়েন্টমেন্ট

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 'জনকেন্দ্রিক পরিষেবার (যেমন পাসপোর্ট সেবা কেন্দ্র) জন্য রক্ষণাবেক্ষণের কাজ সর্বদা পূর্বনির্ধারিত থাকে যাতে লোকেরা কোনও অসুবিধার মুখোমুখি না হয়। তাই জনগনকে এটা মেনে নিতে হবে এবং আগের অ্যাপয়েন্টমেন্টগুলির নতুন তারিখ জানানো হবে।'

পাসপোর্ট সেবা পোর্টালের মাধ্যমে নতুন পাসপোর্ট বা পাসপোর্ট রেনুয়ালের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যায়। অ্যাপয়েন্টমেন্টের দিন আবেদনকারীদের পাসপোর্ট কেন্দ্রে পৌঁছে বিভিন্ন কাগজপত্র দেখাতে হবে। এর পরে, পুলিশ ভেরিফিকেশন করা হয় এবং তারপরে পাসপোর্টটি আবেদনকারীর ঠিকানায় পৌঁছে যায়। আবেদনকারীরা রেগুলার মোড বেছে নিতে পারেন যেখানে পাসপোর্টটি 30-45 কার্যদিবসের মধ্যে আবেদনকারীর কাছে পৌঁছে যায় বা তৎকাল মোডে কয়েক দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যায়।

Tags:    

Similar News