Oppo A17 অল্পদিনের মধ্যেই ভারতে আসছে, পেল GCF ও BIS থেকে অনুমোদন
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো (Oppo) তাদের A-সিরিজে একটি নতুন ডিভাইস খুব শীঘ্রই সংযোজন করতে চলেছে। এই মডেলটি Oppo A17 নামে বাজারে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। এখন আবার লঞ্চের জল্পনাকে উস্কে দিয়ে এই হ্যান্ডসেটটিকে জিসিএফ (GCF) এবং বিআইএস (BIS India)-এর ডেটাবেসে খুঁজে পাওয়া গেছে। এটি সম্ভবত ৬.৫২ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে, MediaTek Helio G35 চিপসেট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে গতবছর সেপ্টেম্বরে লঞ্চ হওয়া Oppo A16-এর উত্তরসূরি হতে চলেছে৷ সার্টিফিকেশন সাইট থেকে নতুন এই স্মার্টফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল, চলুন দেখে নেওয়া যাক।
Oppo A17-কে দেখা গেল একাধিক সার্টিফিকেশন সাইটে
মাইস্মার্টপ্রাইস (MySmartPrice)-এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ওপ্পো একটি নতুন এ-সিরিজের স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যার নাম ওপ্পো এ১৭। এই ডিভাইসটি CPH2477 সহ জিসিএফ (GCF) এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। তবে, উভয় তালিকাই যথারীতি আসন্ন ফোনটির কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি।
ওপ্পো এ১৭ সম্পর্কে বিশদ বিবরণ এখনও প্রকাশ্যে আসেনি এবং ডিভাইসটি সম্পর্কে কোম্পানিও এখনও কিছু নিশ্চিত করেনি। তবে, আগামী দিনে ফোনটির বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে আশা করা যায়। ততক্ষণ ওপ্পো এ১৭ লঞ্চের পর কি কি অফার করতে পারে, সে সম্পর্কে ধারণা পেতে চলুন পূর্বসূরি ওপ্পো এ১৬-এর স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।
ওপ্পো এ ১৬-এর স্পেসিফিকেশন (Oppo A16 Specifications)
Oppo A16-এ ৬.৫২ ইঞ্চির এলসিডি প্যানেল উপস্থিত, যা এইচডি+ রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটিতে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ৬৪ জিবি বিল্ট-ইন স্টোরেজ যুক্ত রয়েছে। অতিরিক্ত স্টোরেজের জন্য, এটিতে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটও বর্তমান।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Oppo A16-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যা ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo A16 ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এটি গত সেপ্টেম্বরে ভারতের বাজারে ১৩,৯৯০ টাকা মূল্যে লঞ্চ হয়েছিল।