Oppo A77 5G বাজেট রেঞ্জে Dimensity 810 প্রসেসর সহ আসছে, দেখা গেল Geekbench-এ
স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো শীঘ্রই বাজারে লঞ্চ করতে চলেছে তাদের Oppo A77 5G হ্যান্ডসেটটি। ইতিমধ্যেই এই ডিভাইসটি থাইল্যান্ডের এনবিটিসি (NBTC), মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC), জিসিএফ (GCF) এবং এইচটিএমএল৫ টেস্ট (HTML5Test)-এর মতো সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে। এখন আবার এই স্মার্টফোনটিকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে, যা এর কিছু প্রধান স্পেসিফিকেশন প্রকাশ করেছে। গিকবেঞ্চের তালিকাটি নির্দেশ করে যে, আসন্ন Oppo A77 5G একটি মিডিয়াটেক ডাইমেনসিটি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে। এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে বলেও আশা করা হচ্ছে। আসুন এই বেঞ্চমার্কিং সাইটের তালিকা থেকে Oppo A77 5G সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
Oppo A77 5G-কে দেখা গেল Geekbench-এর ডেটাবেসে
টেক সাইট মাইস্মার্টপ্রাইস- এর নতুন রিপোর্ট অনুযায়ী, CPH2339 মডেল নম্বর সহ ওপ্পো এ৭৭ ৫জি হ্যান্ডসেটটি গিকবেঞ্চ (Geekbench)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। সাইটের লিস্টিংটি প্রকাশ করেছে যে, এই আপকামিং ওপ্পো ডিভাইসটি MT6833V/PNZA মডেল নম্বরের একটি মিডিয়াটেক প্রসেসর দ্বারা চালিত হবে। এই অক্টা-কোর প্রসেসরে ২.০ গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি পাওয়ার-এফিশিয়েন্ট কোর এবং ২.৪ গিগাহার্টজ গতির দুটি পারফরম্যান্স কোর রয়েছে। এই তথ্যগুলি দেখেই অনুমান করা যায় যে, আপকামিং ওপ্পো এ৭৭ ৫জি-তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ চিপসেটটি ব্যবহার করা হবে। আবার গ্রাফিক্সের জন্য এই প্রসেসরের সাথে অ্যাড্রেনো ৬১০ (Adreno 610) জিপিইউ যুক্ত থাকবে বলেও জানা গেছে।
এছাড়াও গিকবেঞ্চের তালিকাটি থেকে জানা গেছে যে, Oppo A77 5G-এ ৬ জিবি র্যাম থাকবে। যদিও লঞ্চের সময় এর আরও র্যাম ভ্যারিয়েন্ট থাকতে পারে। এছাড়া আমাদের অনুমান, ফোনটি ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করতে পারে এবং স্মার্টফোনটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালার ওএস (ColorOS) কাস্টম স্কিনে রান করবে।
অন্যদিকে, বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মের সিঙ্গেল-কোর টেস্টে Oppo A77 5G ৫৯১ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ১,৭৭১ পয়েন্ট অর্জন করেছে। এই বিবরণগুলি ছাড়া গিকবেঞ্চের তালিকাটি এই ফোনটি সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করেনি, তবে আশা করা যায় শীঘ্রই ডিভাইসটির অন্যান্য স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে আসবে। আপাতত Oppo A77 5G থেকে কি কি আশা করা যায় সে সম্পর্কে আরও ভাল ধারণা পেতে এর পূর্বসূরি Oppo A76-এর স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।
ওপ্পো এ৭৬-এর স্পেসিফিকেশন (Oppo A76 Specifications)
Oppo A76 ফোনে ৬.৫৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৭২০ x ১৬১২ পিক্সেলের রেজোলিউশন প্রদান করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যার সাথে গ্রাফিক্সের জন্য দেওয়া হয়েছে অ্যাড্রেনো ৬১০ (Adreno 610) জিপিইউ।
Oppo A76- এর ব্যাক প্যানেলে অবস্থিত ডুয়েল-ক্যামেরা সেটআপ রয়েছে, যা ১৩ মেগাপিক্সেলের (ওয়াইড) প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর নিয়ে গঠিত। ফোনের সামনে সেলফির জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সবশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo A76-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।