৬ হাজার টাকা পর্যন্ত দাম কমলো Oppo F19 Pro+, A76 ও A54 স্মার্টফোনের

By :  SUPARNA
Update: 2022-07-06 16:22 GMT

ভারতে Oppo F19 Pro+, A76 এবং A54 স্মার্টফোন তিনটির মূল্যহ্রাসের খবর সম্প্রতি সামনে এলো। মুম্বাই ভিত্তিক বিখ্যাত রিটেল বিক্রেতা মহেশ টেলিকম (Mahesh Telecom) এই ফোন ত্রয়ীর দাম কমার খবর সামনে এনেছে। জানা যাচ্ছে, গত বছর প্রথমার্ধে আত্মপ্রকাশ করা Oppo A54 এবং F19 Pro+ স্মার্টফোনটিকে এখন যথাক্রমে ৬,০০০ টাকা ও ১,০০৯ টাকা কম দামে ভারতে বিক্রি করা হবে। অন্যদিকে, চলতি বছরের মার্চ মাসে ঘোষিত Oppo A76 স্মার্টফোনের বিক্রয় মূল্য হ্রাস পেয়ে এখন প্রায় ১২,০০০ টাকায় নেমে এসেছে।

Oppo F19 Pro+, A76 ও A54 স্মার্টফোনের নতুন দাম

গত বছর মার্চ মাসে ভারতে ওপ্পো এফ১৯ প্রো+ স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টকে ২৫,৯৯০ টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে এখন ফোনটি ৬,০০০ টাকা ডিসকাউন্টের সাথে মাত্র ১৯,৯৯০ টাকায় পাওয়া যাবে। হ্যান্ডসেটটি ক্রিস্টাল সিলভার এবং ফ্লুইড ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।

২০২১ সালের এপ্রিলে আগত ওপ্পো এ৭৬ স্মার্টফোনটিও একক ভ্যারিয়েন্টে এসেছিল। তৎকালীন সময়ে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত উক্ত মডেলের দাম ১৭,৪৯৯ টাকা রাখা হয়েছিল। তবে এখন এটির ধার্য মূল্যের উপর ফ্লাট ১,০০৯ টাকার ছাড় পেয়ে যাবেন আপনারা। যারপর উক্ত ফোনকে মাত্র ১৬,৪৯০ টাকা খরচ করে পকেটস্থ করে নেওয়া যাবে। এটিকে গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং ব্লু কালারে লঞ্চ করা হয়েছে।

অন্যদিকে, গত মার্চ মাসে এ-সিরিজের অধীনে একটি নতুন ওপ্পো স্মার্টফোন ভারতের বাজারে পা রেখেছিল। নবাগত ওপ্পো এ৫৪ -কে একাধিক স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে বাজারজাত করা হয়েছিল। যার মধ্যে, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনকে ফ্লাট ৪,০০০ টাকা ডিসকাউন্টের সাথে বিক্রি করা হবে বলে মুম্বাই-ভিত্তিক রিটেল বিক্রেতা সংস্থাটি জানিয়েছে। যারপর, এই ফোনকে ১৫,৯৯০ টাকার পরিবর্তে মাত্র ১১,৯৯০ টাকায় কিনে নেওয়া যাবে। এটি স্টারি ব্লু, ক্রিস্টাল ব্ল্যাক এবং মুনলাইট গোল্ড কালার অপশনে এসেছে।

প্রসঙ্গত, উপরে উল্লিখিত স্মার্টফোন ত্রয়ীর সংশোধিত বিক্রয় মূল্য এখনো ওপ্পো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট বা অন্যান্য রিটেলার সাইটগুলিতে দেখা যাচ্ছে না। যার থেকে অনুমান করা হচ্ছে যে, Oppo F19 Pro+, A76 এবং A54 স্মার্টফোনকে শুধুমাত্র অফলাইন বাজারে দাম কমিয়ে বিক্রি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

Tags:    

Similar News