Oppo F21 Pro 4G ও 5G ভারতে কত দামে পাওয়া যাবে, জেনে নিন 12 এপ্রিল লঞ্চের আগে
গত সপ্তাহের শুরুতে, আসন্ন Oppo F21 Pro এবং F21 Pro 5G স্মার্টফোন-দ্বয়ের 'প্রাইজ ট্যাগ' বা দামের বিশদ সহ সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকা ফাঁস করা হয়েছিল। এই সম্পূর্ণ কর্মকান্ডের নেপথ্যে ছিলেন টিপস্টার অভিষেক যাদব (@yabhishekd)। টিপস্টারের পোস্ট করা টুইট অনুসারে, ভারতের বাজারে Oppo F21 Pro সিরিজ অন্তর্ভুক্ত প্রো মডেলটির মার্কেট অপারেটিং প্রাইজ (MOP) হবে ২২,০০০ টাকা এবং ৫জি কানেক্টিভিটির সাথে আসা স্মার্টফোনটি ২৬,০০০ টাকা এমওপির সহিত আসবে।
আর এখন, নতুন সপ্তাহের শুরুতে এসে অপর এক বিশস্ত টিপস্টার সুধাংশু আম্ভোরে (@Sudhanshu1414) স্টোরেজ অপশনের উপর ভিত্তিক করে আসন্ন ডিভাইসগুলির দাম ভারতীয় মার্কেটে কিরূপ থাকবে তা প্রকাশ্যে এনেছেন। টিপস্টার সুধাংশুর মতে, ভারতে Oppo F21 Pro ফোনের ৪জি ভার্সন সহ ৮ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ২১,৯৯০ টাকা রাখা হবে। যেখানে কিনা ৫ জিবি ভার্সনের সাথে আসা ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ইউনিটের প্রারম্ভিক মূল্য থাকবে ২৫,৯৯০ টাকা। প্রসঙ্গত, Oppo স্বয়ং নিশ্চিত করেছে যে তাদের এই লেটেস্ট স্মার্টফোন সিরিজকে আগামী ১২ই এপ্রিল ঠিক বিকেল ৫টা নাগাদ ভারতে লঞ্চ করে দেওয়া হবে।
Oppo F21 Pro 4G স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ওপ্পো এফ২১ প্রো ৪জি স্মার্টফোনে দেখা যাবে একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। প্রসেসর হিসাবে এতে স্ন্যাপড্রাগন ৬৮০ থাকছে। আর সিরিজের এই প্রো মডেলটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ ইউজার ইন্টারফেসে চলবে। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যার প্রাইমারি সেন্সর ৬৪ মেগাপিক্সেলের হবে। আর, বাকি দুটি সেন্সর হিসাবে, ২ মেগাপিক্সেল ডেপ্থ শুটার এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স পাওয়া যাবে। আর ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের Sony IMX709 সেলফি ক্যামেরা থাকছে।
পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিকে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। ডিভাইসটির পরিমাপ হবে ১৫৯.৯x৭৩.২x৭.৪৯ / ৭.৫৪ মিমি এবং ওজন ১৭৫ গ্রাম। এটি কসমিক ব্ল্যাক এবং সানসেট অরেঞ্জ কালার ভ্যারিয়েন্টে আসবে। যার মধ্যে সানসেট অরেঞ্জ একটি ফাইবারগ্লাস-লেদার ডিজাইনের সাথে আসতে পারে।
OPPO F21 Pro 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ওপ্পো এফ২১ প্রো ৫জি স্মার্টফোনে একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকবে, যার পিক্সেল ডেনসিটি ৪০৯ পিপিআই এবং ব্রাইটনেস ৬০০ নিট পিক হবে। আবার, ডিসপ্লের উপরিভাগে থাকা কাট-আউটের মধ্যে ১৬ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার দেখা যাবে। আর ফোনের ব্যাক প্যানেলে পূর্ববর্তী মডেলের ন্যায় ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ক্যামেরাগুলি, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর হবে বলে আশা করা হচ্ছে।
F21 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ কাস্টম স্কিনে চালবে। আর, এটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য আপকামিং এই স্মার্টফোনটিতে ৩৩ ওয়াট ফাঁস চার্জিং সমর্থন সহ ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে। ডিভাইসটির পরিমাপ হবে ১৫৯.৮৫x৭৩.১৭x৭.৪৯ / ৭.৫৫মিমি এবং ওজন ১৭৩ গ্রাম। সিরিজ অন্তর্গত এই ফোনকে রেইনবো স্পেকট্রাম এবং কসমিক ব্ল্যাক নামে দুটি কালার ভ্যারিয়েন্টে নিয়ে আসা হবে বলেও জানা গেছে। যার মধ্যে কসমিক ব্ল্যাক কালার বিকল্পটি ম্যাট-ইন-হ্যান্ড স্ট্রাকচার সহ গ্লজি ডিজাইন অফার করবে এবং এতে সংস্থার গ্লো টেকনোলজি ব্যবহার করা হবে।