Oppo F21 Pro আসছে Sony IMX709 ক্যামেরা সেন্সরের সাথে, উঠবে ঝকঝকে ছবি
গত সপ্তাহে ওপ্পো অফিসিয়ালি ঘোষণা করে তাদের প্রতীক্ষিত Oppo F21 Pro সিরিজের ভারতে লঞ্চের তারিখটি। সংস্থাটি আগামী ১২ এপ্রিল এদেশে Oppo F21 Pro 4G এবং F21 Pro 5G মডেল দুটি উন্মোচন করবে বলে জানা গেছে। এখন আবার নির্ধারিত লঞ্চের আগে ওপ্পো-র তরফে একটি প্রেস রিলিজের মাধ্যমে আসন্ন F21 Pro-এর ক্যামেরার কিছু বৈশিষ্ট্য সামনে আনা হয়েছে। শুধু তাই নয়, এর সাথে জানা যাচ্ছে আগামী ১২ এপ্রিল আয়োজিত লঞ্চ ইভেন্টে আসন্ন স্মার্টফোন সিরিজটির পাশাপাশি Oppo Enco Air2 Pro ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারফোনটির ওপর থেকেও পর্দা সরানো হবে। আসুন Oppo F21 Pro সিরিজ ও আপকামিং ইয়ারফোনটির বিষয়ে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
Oppo F21 Pro- এর ফ্রন্ট ক্যামেরা
ওপ্পোর তরফে ঘোষণা করা হয়েছে, আপকামিং এফ২১ প্রো ফোনে ৩২ মেগাপিক্সেলের সনি এইএমএক্স৭০৯ (Sony IMX709) ফ্রন্ট ক্যামেরা সেন্সরটি উপস্থিত থাকবে। আর এই ওপ্পো স্মার্টফোনটি তার প্রাইস রেঞ্জের প্রথম ডিভাইস হবে, যা এই ফ্রন্ট ক্যামেরা সেন্সরের সাথে আসবে। প্রসঙ্গত, এই ক্যামেরা সেন্সরটি গত ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়া ওপ্পো রেনো ৭ সিরিজের ডিভাইসে সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল। ওপ্পো জানিয়েছে যে, এই সেলফি সেন্সরে ৬০% বেশি আলোক সংবেদনশীলতা রয়েছে, যা এটিকে কম আলোর পরিস্থিতিতে ছবি তোলার জন্য আদর্শ করে তুলেছে এবং সর্বশেষ প্রজন্মের সনি আইএমএক্স৬১৫ (IMX615) সেন্সরের তুলনায় ৩৫% নয়েজ রিডাকশন করতে সাহায্য করে।
এছাড়া, Oppo F21 Pro-তে প্রাইমারি এবং সেলফি উভয় ক্যামেরাতেই একটি উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI) পোর্ট্রেট এনহ্যান্সমেন্ট ফিচার দেওয়া হবে। এই ফিচারটি বিউটি স্পট এবং ত্বকের দাগগুলির মধ্যে পার্থক্য করতে এবং পার্সোনালাইজড ও ন্যাচারাল ফেস রিটাচিং অফার করার জন্য জাতি, লিঙ্গ এবং বয়সের উপর ভিত্তি করে বিষয়গুলি সনাক্ত করতে সক্ষম হবে৷ এমনকি এটিও নিশ্চিত করা হয়েছে যে, এই ডিভাইসে ১৫×/৩০× ম্যাগনিফিকেশন সাপোর্ট সহ একটি ২ মেগাপিক্সলের ম্যাক্রো লেন্স থাকবে।
অন্যদিকে, Oppo F21 Pro সিরিজের সাথে, ব্র্যান্ডটি আগামী ১২ এপ্রিল Enco Air2 Pro ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডটিও লঞ্চ করবে। এই ইয়ারবাডে একটি ১২.৪ মিলিমিটারের ডায়াফ্রাম ড্রাইভার থাকবে। সংস্থার দাবি, আসন্ন TWS-টি ক্রিস্টাল ক্লিয়ার ভোকাল পুনরুৎপাদন করবে এবং শক্তিশালী বেস অফার করবে। ইয়ারবাডটি বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে অ্যাম্বিয়েন্ট নয়েজ থেকে পরিত্রাণ পেতে একটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচারও অফার করবে। Oppo Enco Air2 Pro একটি ট্রান্সপারেন্ট বাবল ডিজাইনের সাথে আসবে, তাই আশা করা যায় যে, আসন্ন ইয়ারবাডটি সম্প্রতি লঞ্চ হওয়া Oppo Enco Air2 TWS ইয়ারবাডের মতোই দেখতে হবে।