স্যামসাংকে পাল্টা দিতে রেডি হচ্ছে ওপ্পো ও ভিভো, আনছে দুর্ধর্ষ ফোল্ডেবল স্মার্টফোন

By :  SUMAN
Update: 2024-07-23 07:08 GMT

ওপ্পো বর্তমানে তাদের ফোর্থ জেনারেশন ফোল্ডেবল ফোনের উপর কাজ করছে, যাকে ফাইন্ড এন৪ নামে ডাকা হচ্ছে। গত বছর ওপ্পো ফাইন্ড এন৩ শুধু চীনে লঞ্চ হয়েছিল। এই ফোল্ডেবল ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে ওয়ানপ্লাস ওপেন রিলিজ হয়েছিল গ্লোবাল মার্কেটে। ফলে এই বছরেও ওপ্পো ফাইন্ড এন৪ চীনের বাইরে ওয়ানপ্লাস ওপেন ২ নামে লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, ওপ্পো এবং ভিভোর পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল ফোন লঞ্চ হতে বেশি দেরি নেই। এগুলি ফাইন্ড এন৪ ও ভিভো এক্স ফোল্ড ৪/প্রো নামে আসতে পারে। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে লঞ্চ হয়ে যেতে পারে। ওয়ানপ্লাস ওপেন ২ মডেলটিও একই সময় বিশ্ববাজারে পা রাখতে পারে।

ওপ্পো ফাইন্ড এন৪ এবং ভিভো এক্স ফোল্ড ৪ বা এক্স ফোল্ড ৪ প্রো - উভয় মডেলে স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর থাকবে। সূত্রের দাবি, ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি থাকলেও, ফোনগুলি স্লিম হবে। এছাড়া, ডিজিটাল চ্যাট স্টেশন স্পেসিফিকেশন নিয়ে বেশি কিছু জানায়নি।

উল্লেখ্য, ট্রাই ফোল্ডিং ডিসপ্লের স্মার্টফোন কমার্শিয়ালি বাজারে আনার জন্য হুয়াওয়ে উঠেপড়ে লেগেছে। তিন বার ভাঁজ করা যাবে এমন ফোন আগামী বছরের মধ্যেই লঞ্চ করতে পারে তারা। এতে কিরিন ৯-সিরিজের প্রসেসর ব্যবহার করবে। সঙ্গে থাকবে ডুয়াল হিঞ্জ ও একাধিক নতুন টেকনোলজি।

Tags:    

Similar News