Oppo Find X5 Pro+ সুপারফাস্ট 150W চার্জিং ও 50+50+64 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে

By :  SUMAN
Update: 2022-04-04 17:37 GMT

Oppo সম্প্রতি চীন এবং আরও কয়েকটি দেশে Find X5 ফ্ল্যাগশিপ সিরিজ লঞ্চ করেছে। তারা গ্লোবাল মার্কেটে Snapdragon 8 সিরিজের প্রসেসর দিয়ে Find X5 ও Find X5 Pro বলে দু'টি প্রিমিয়াম স্মার্টফোন নিয়ে এসেছে‌। আবার চীনে MediaTek Dimensity 9000 প্রসেসরের সঙ্গে Find X5 Pro-র এক স্পেশ্যাল ভ্যারিয়েন্টও লঞ্চ করেছে ওপ্পো। তবে এখানেই থেমে নেয় সংস্থাটি। এক চীনা টিপস্টারের দাবি, ওপ্পো এবার Find X5 Pro+ এর উপরে কাজ শুরু করেছে। এটি কেমন স্পেসিফিকেশনের সাথে আসবে, সেই তথ্যও ওই টিপস্টারের কাছ থেকে পাওয়া গিয়েছে।

Oppo Find X5 Pro+ স্পেসিফিকেশন (আনঅফিসিয়াল)

ওপ্পো ফাইন্ড এক্স৫ প্রো+ ৬.৭৮ ইঞ্চি ই৬ অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসবে। এটি কার্ভড প্যানেল হবে এবং কিউএইচডি+ রেজোলিউশন ও ১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফ্ল্যাগশিপ পারফরম্যান্সের জন্য থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর এবং ওপ্পোর নিজস্ব মারিসিলিকন এক্স এনপিইউ। ওপ্পো ফাইন্ড এক্স৫ প্রো+ ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে।

Oppo Find X5 Pro+ এর ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা দেওয়া হবে৷ সেগুলি যথাক্রমে ফাইভ-অ্যাক্সিস ওআইএস সাপোর্ট-সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX789 সেন্সর, একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা (৫০ মেগাপিক্সেল Sony IMX766), এবং ৫x অপটিক্যাল জুম সাপোর্ট-সহ ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Oppo Find X5 Pro+ এর ৩২ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

ওপ্পো ফাইন্ড এক্স৫ প্রো+ এর ৫০০০ এমএএইচ ব্যাটারি ১৫০ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারবে বলে দাবি করা হয়েছে। যা ওপ্পোর দ্রুততম চার্জিং ব্যবস্থা বলে পরিচিত। এছাড়া, স্মার্টফোনটিতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন, ডুয়াল স্টেরিও স্পিকার আইপি৬৮ রেটিং, আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

Tags:    

Similar News