Oppo K12x 5G: ছুড়লেও ভাঙবে না, ভারতে মিলিটারি গ্রেড স্মার্টফোন আনছে ওপ্পো, লঞ্চ এই তারিখে
ওপ্পো কে১২এক্স ৫জি স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা হয়ে গেল। এটি গত বছরের ওপ্পো কে১১এক্স ফোনের আপগ্রেড ভার্সন হিসাবে ভারতে আসছে। মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি ডিভাইসটির আকর্ষণ হতে চলেছে। জল থেকে রক্ষার জন্য ফোনটিতে থাকবে আইপি৬৪ রেটিং। চলুন দেখে নিই ওপ্পো কে১২এক্স কবে লঞ্চ হচ্ছে ও কেমন ফিচার্স অফার করবে।
ওপ্পো জানিয়েছে, এই স্মার্টফোনটি আগামী ২৯শে জুলাই অফিশিয়ালি লঞ্চ হবে। এটি এমআইএল এসটিডি-৮১০এইচ মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি অফার করবে। অর্থাৎ ফোনটিকে কঠোরতম পরিবেশ এবং অবস্থার মধ্যে পরীক্ষা করা হয়েছে। চরম তাপ, আর্দ্রতা, শক -সবকিছুই প্রতিরোধ করতে সক্ষম। ওপ্পো কে১২এক্স ৫জি ব্রিজ ব্লু ও মিডনাইট ভায়োলেট কালার অপশনে উপলদ্ধ হবে।
ওপ্পো এই ফোনে স্প্ল্যাশ টাচ ফিচার রেখেছে, যা ভেজা আঙুলেও ফোন চালানোর সুবিধা দেবে। ফোনটি ৭.৬৮ মিমি পাতলা ও ১৮৬ গ্রাম ভারী হবে। ফোনটিতে ডুয়াল ভিউ ভিডিয়ো রেকর্ডিং বৈশিষ্ট্য থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে শক্তিশালী ৫,১০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, ওপ্পো কে১২এক্স মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১০০০ নিটস পিক ব্রাইটনেস সহ ৬.৬৭ ইঞ্চি প্যানেল থাকতে পারে। এটি এল১ ওয়াইডভাইন সার্টিফায়েড ডিসপ্লে হবে। সিগন্যাল স্ট্রেংথ বাড়ানোর জন্য ফোনটিতে এআই লিঙ্কবুস্ট ফিচার রাখতে চলেছে ওপ্পো।