5 মাসের মধ্যে 5 কোটি স্মার্টফোনে GenAI ফিচার্স যুক্ত করবে Oppo, জানাল কোম্পানি

By :  SUMAN
Update: 2024-07-16 13:21 GMT

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রমরমার যুগে তাদের ৫ কোটি স্মার্টফোনে জেনারেটিভ এআই বা জেনএ আই ফিচার্স যুক্ত করার ঘোষণা করল ওপ্পো। কোম্পানির এক আধিকারিক জানিয়েছেন, ২০২৪ সালের মধ্যে বাজেট সেগমেন্ট থেকে শুরু করে প্রিমিয়াম ফোনে জেনএআই ফিচার্স রোলআউট করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ওপ্পো।

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকরে ওপ্পোর প্রোডাক্ট স্ট্র্যাটেজি হেড, পিটার ডোহিউং বলেন, 'আমাদের রিসার্চ ও ডেভেলপমেন্ট সেন্টারে শুধু এআই নিয়ে কাজ করার জন্য আলাদা দল রয়েছে। আমরা গত এক দশকে সাড়ে ৫ হাজারের বেশি এআই সংক্রান্ত পেটেন্ট জমা দিরেছি। এআই শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোন ও নির্বাচিত ব্যবহারকারীদের জন্য এক্সক্লুসিভ হওয়া উচিত নয়। ২০২৪ শেষ হওয়ার আগে ওপ্পোর বেশিরভাগ স্মার্টফোনে জেনএআই ফিচার্স চলে আসবে।"

তিনি যোগ করেন, বিদ্যমান জেনএআই ফিচার্সের সিংহভাগ এন্ট্রি লেভেল ফোনেও নিয়ে আসবো আমরা। তবে হার্ডওয়্যারের ক্ষমতার অভাবের কারণে বাজেট সেগমেন্টে কিছু হাই-এন্ড এআই ফিচার্স দেওয়া সম্ভব হবে না। ওপ্পো ভারতীয়দের খুব কাজে লাগবে এমন এআই ফিচার্স তৈরিতে মনোনিবেশ করেছে। যেমন সংস্থার ভারতীয় শাখা এআই-এর সাহায্যে ফটো ও ভিডিও এডিটের উপর কাজ করছে।

ওপ্পো বিশ্বজুড়ে ৫ কোটি জেনএআই বৈশিষ্ট্য যুক্ত স্মার্টফোন বিক্রির লক্ষ্য রাখছে। এই বছর একশোর বেশি জেনারেটিভ এআই ফিচার্স লঞ্চ করবে। প্রসঙ্গত, সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া ওপ্পো রেনো ১২ সিরিজ তার সেগমেন্টে সবচেয়ে বেশি এআই ফিচার্স অফার করছে বলে দাবি সংস্থার এক আধিকারিকের। বর্তমানে স্যামসাং ডিভাইসে সর্বাধিক জেনএআই ফিচার্স দিচ্ছে। পিছিয়ে নেই রিয়েলমি ও শাওমির মতো সংস্থা। এবার সেই দৌড়ে নাম লেখাচ্ছে ওপ্পো।

Tags:    

Similar News