তিনটি নয়! Oppo Reno 8 সিরিজের দুটি ডিভাইস চলতি মাসেই ভারতে আসছে

Update: 2022-07-05 04:46 GMT

গত মে মাসে চীনের বাজারে ওপ্পো উন্মোচন করেছে তাদের পরবর্তী প্রজন্মের Oppo Reno 8 সিরিজের হ্যান্ডসেটগুলি। এই লাইনআপটি শীঘ্রই ভারতের বাজারেও পা রাখবে বলে জানা গেছে। চীনের মার্কেটে এই সিরিজের অধীনে Oppo Reno 8, Reno 8 Pro এবং Reno 8 Pro Plus-এই তিনটি মডেল আত্মপ্রকাশ করেছে। তবে ভারতের বাজারে শুধুমাত্র Oppo Reno 8 ও Reno 8 Pro মডেল দুটিরই আগমন ঘটবে বলে মনে করা হচ্ছে। এখন একটি নতুন রিপোর্টে এই আপকামিং ডিভাইসগুলির ভারতে আগমনের তারিখ প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, চলতি মাসের দ্বিতীয়ার্ধে এদেশের বাজারে Oppo Reno 8 সিরিজটি উন্মোচিত হবে।

Oppo Reno 8 সিরিজ এই জুলাইতে আসছে ভারতের বাজারে

মাইস্মার্টপ্রাইস-এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ওপ্পো বর্তমানে ভারতীয় বাজারে তাদের রেনো ৮ সিরিজের অন্তত দুটি মডেল লঞ্চ করার পরিকল্পনা করছে। পাশাপাশি মাইস্মার্টপ্রাইস এই রিপোর্টে প্রকাশ করেছে যে, নতুন রেনো ৮ ফোনগুলি চলতি মাসের মাঝামাঝি, ১৮ জুলাই ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে।

প্রসঙ্গত রিপোর্টে আরও যোগ করা হয়েছে যে, ওপ্পো ভারতীয় বাজারে রেনো ৮ প্রো প্লাস ৫জি মডেলটি লঞ্চ করবে না। তার পরিবর্তে রেনো ৮ প্রো প্লাস ৫জি মডেলটিকে এদেশে রেনো ৮ প্রো ৫জি নামে রিব্র্যান্ড করা হবে। সুতরাং ভারতীয় ক্রেতাদের জন্য এই মাসে সিরিজের তিনটি স্মার্টফোনের মধ্যে কেবল দুটি মডেলই উপলব্ধ হবে। রিপোর্টটি সঠিক হলে, ভারতে ওপ্পো রেনো ৮ প্রো প্লাস মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১-এর পরিবর্তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর দ্বারা চালিত হবে, কেননা ওপ্পো রেনো ৮ প্রো প্লাস-এর চীনা সংস্করণে ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর ছিল।

এছাড়া, Reno 8 Pro-এর ভারতীয় ভ্যারিয়েন্টে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফটোগ্রাফির জন্য এই ডিভাইসের রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। আর সামনে দিকে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখতে পাওয়া যাবে।

Tags:    

Similar News