Oppo Reno 8 Pro vs Realme GT Neo 3: ফিচারের নিরিখে সেরার সেরা স্মার্টফোন কোনটি

By :  SUPARNA
Update: 2022-05-24 10:09 GMT

গতকাল অর্থাৎ ২৩শে মে চীনে আত্মপ্রকাশ করেছিল Oppo Reno 8 সিরিজ। এই লাইনআপে অন্তর্ভুক্ত রয়েছে মোট তিনটি মডেল - Reno 8, Reno 8 Pro, এবং Reno 8 Pro+। মিডরেঞ্জ থেকে হাই-এন্ড সেগমেন্টের অধীনে আগত উল্লিখিত প্রত্যেকটি মডেলে শক্তিশালী তথা স্বতন্ত্র চিপসেট উপস্থিত। যার মধ্যে, Oppo Reno 8 Pro হল বিশ্বের প্রথম ফোন, যাতে সদ্য ঘোষিত স্ন্যাপড্রাগন ৭ জেন ১ মোবাইল প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে AMOLED ডিসপ্লে প্যানেল, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ পর্যন্ত স্টোরেজ রয়েছে। আবার সিকিউরিটির জন্য আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও বিদ্যমান থাকছে এই নয়া মডেলে। দেখতে গেলে উল্লেখিত অনুরূপ ফিচারগুলি উপস্থিত আছে গত ২৯শে এপ্রিল ভারতে আগত Realme GT Neo 3 স্মার্টফোনটির মধ্যেও। আর দামের নিরিখেও আলোচ্য ফোন দুটি প্রিমিয়াম সেগমেন্টের অধীনে এসেছে। ফলে, দাম ও ফিচারের নিরিখে বিদ্যমান Realme ফোনটি নবাগত Oppo হ্যান্ডসেটের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির Oppo Reno 8 Pro এবং Realme GT Neo 3 স্মার্টফোন-দ্বয়ের মধ্যে কোনটি সর্বাধিক সেরা তা বিচার করতে, আজ আমরা উক্ত ফোন দুটির মধ্যে দাম ও ফিচারগত তুলনামূলক আলোচনা করবো।

Oppo Reno 8 Pro vs Realme GT Neo 3 : ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

ওপ্পো রেনো ৮ প্রো স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) AMOLED E4 ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সিকিউরিটি ফিচার হিসাবে উক্ত মডেলে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে৷

রিয়েলমি জিটি নিও ৩ ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৭ ইঞ্চির ২কে (2K) AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল স্টাইল এবং এতে এইচডিআর১০+, ডিসি ডিমিং সাপোর্ট এবং ১,০০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। নিরাপত্তার জন্য ডিভাইসে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Oppo Reno 8 Pro vs Realme GT Neo 3 : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

ওপ্পো রেনো ৮ প্রো স্মার্টফোনটি লেটেস্ট অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ কাস্টম স্কিন দ্বারা চালিত। আর স্টোরেজ হিসাবে এই ডিভাইসে, ১২ জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং ২৫৬ জিবি রম পাওয়া যাবে।

রিয়েলমি জিটি নিও ৩ ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। রিয়েলমির লেটেস্ট হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ কাস্টম স্কিনে রান করে। এটিও ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম এবং ২৫৬ পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ এসেছে।

Oppo Reno 8 Pro vs Realme GT Neo 3 : ক্যামেরা সেটআপ

ওপ্পো রেনো ৮ প্রো স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। উক্ত স্মার্টফোনে উন্নত ভিডিও ক্যাপচারিং এবং স্টিল ইমেজিংয়ের জন্য সংস্থার মারিয়ানা মারিসিলিকন এক্স চিপ ব্যবহার করা হয়েছে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য থাকছে এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

অন্যদিকে, রিয়েলমি জিটি নিও ৩ ফোনের পিছনে এলইডি (LED) ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান৷ এই ক্যামেরাগুলি হল, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS), ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS) ও এফ/১.৮৮ অ্যাপারচার সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ১১৯-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ ম্যাক্রো শুটার৷ আর ডিভাইসের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল Samsung S5K3P9 ফ্রন্ট সেন্সর উপস্থিত। অর্থাৎ ক্যামেরা ডিপার্টমেন্টের ক্ষেত্রে ফোন দুটি সমতুল্য বলা চলে।

Oppo Reno 8 Pro vs Realme GT Neo 3 : ব্যাটারি, পরিমাপ

ওপ্পো রেনো ৮ প্রো স্মার্টফোনের মধ্যে সামিল রয়েছে - ৫জি, ৪জি এলটিই, (ভারতীয় সংস্করণে ৪০টি ব্যান্ড সমর্থন করবে), ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/এ-জিপিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। পাওয়ার ব্যাকআপের জন্য, নবাগত এই সিরিজের প্রো মডেলে ৮০ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। উক্ত মডেলের ওজন ১৮৮ গ্রাম।

রিয়েলমি জিটি নিও ৩ স্মার্টফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে - ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য জিটি নিও সিরিজের এই ফোনের একটি ভ্যারিয়েন্টে ১৫০ ওয়াট আল্ট্রা-ডার্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। আবার ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ভ্যারিয়েন্টে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই হ্যান্ডসেটটির ওজন ১৮৮ গ্রাম।

Oppo Reno 8 Pro vs Realme GT Neo 3 : দাম

ওপ্পো রেনো ৮ প্রো স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,০০০ টাকা), ৩,১৯৯ ইউয়ান (প্রায় ৩৭,৩০০ টাকা) এবং ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪০,৮৫০ টাকা) রাখা হয়েছে। এই হ্যান্ডসেটটি - ক্লিয়ার স্কাই ব্লু, স্লাইটলি ড্রাংক এবং নাইট ট্যুর ব্ল্যাক কালার অপশনে এসেছে। এটিকে আপাতত চীনের মার্কেটে উপলব্ধ করা হয়েছে।

রিয়েলমি জিটি নিও ৩ ফোনের দাম শুরু হয়েছে ৩৬,৯৯৯ টাকা থেকে। এই বিক্রয় মূল্য ফোনটির ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের। আর ৮০ ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৮,৯৯৯ টাকা। এছাড়া ১৫০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সঙ্গে আসা রিয়েলমি জিটি নিও ৩ ফোনের ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা রাখা হয়েছে। এটিকে অ্যাসফল্ট ব্ল্যাক, নিট্রো ব্লু ও স্প্রিন্ট হোয়াইট কালারে বেছে নেওয়া যাবে।

Tags:    

Similar News