Oppo Reno 8Z 5G আসছে 4500mAh ব্যাটারির সাথে, পেয়ে গেল NBTC, EU ডিক্লারেশনের ছাড়পত্র

Update: 2022-06-03 14:16 GMT

গত মাসে চীনের মার্কেটে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো লঞ্চ করে তাদের লেটেস্ট Reno 8 সিরিজের হ্যান্ডসেটগুলি। এই লাইনআপের অধীনে Oppo Reno 8, Reno 8 Pro এবং Reno 8 Pro+ -এই মডেল তিনটি বাজারে আত্মপ্রকাশ করেছে। আর এখন Reno 8 সিরিজে অন্তর্ভুক্ত আরেকটি নতুন মডেল, Oppo Reno 8Z 5G-কে থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর সার্টিফিকেশন সাইটে দেখা গেছে এবং একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, এটি ইইউ ডিক্ল্যারেশন (EU declaration)-ও পাস করেছে। এর পাশাপাশি রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, Reno 8 সিরিজে আসন্ন Reno 8Z 5G ছাড়াও, Oppo Reno 8 Lite 5G ফোনটিও অন্তর্ভুক্ত রয়েছে, যেটি শীঘ্রই ইউরোপে মার্কেটে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

Oppo Reno 8Z 5G পেল একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন

মাইস্মার্টপ্রাইস-এর নতুন রিপোর্ট অনুযায়ী, CPH2457 মডেল নম্বর সহ একটি নতুন ওপ্পো ফোন থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) এবং ইইউ ডিক্ল্যারেশন (EU declaration) প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এনবিটিসি সার্টিফিকেশনের তালিকাটি প্রকাশ করেছে যে, আপকামিং স্মার্টফোনটির ওপ্পো রেনো ৮জেড ৫জি বাণিজ্যিক নামসহ আত্মপ্রকাশ করবে, আর ইইউ ডিক্ল্যারেশন প্ল্যাটফর্ম থেকে জানা গেছে যে, এই ওপ্পো ফোনে ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১.১ (ColorOS 12.1.1) কাস্টম স্কিনে চলবে। ওপ্পো রেনো ৮জেড ৫জি মডেলটি ওপ্পো রেনো ৮ সিরিজের একটি অংশ হবে, যার অধীনে ইতিমধ্যেই রেনো ৮, রেনো ৮ প্রো এবং রেনো ৮ প্রো প্লাস মডেলগুলি চীনের বাজারে উন্মোচিত হয়েছে।

উল্লেখ্য, Oppo Reno 8 সিরিজের অধীনে আরও একটি হ্যান্ডসেট বাজারে আসবে বলে শোনা যাচ্ছে, এটি Oppo Reno 8 Lite 5G নামে শীঘ্রই ইউরোপের মার্কেটে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে এটি ভারতের বাজারে আসতে এখনও দেরি আছে। এছাড়া, ফোনটির স্পেসিফিকেশন গত মার্চ মাসে থাইল্যান্ডে লঞ্চ হওয়া Oppo Reno 7Z 5G-এর মতো হবে বলে মনে করা হচ্ছে।

Tags:    

Similar News