শুধু Oppo Pad Air নয়, ভারতে আসছে আরও দুটি Oppo ট্যাব
ওপ্পো গতকালই (১৮ জুলাই) ভারতে তাদের Reno 8 স্মার্টফোন সিরিজের লঞ্চ ইভেন্টে Oppo Enco X2 ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাডের পাশাপাশি Oppo Pad Air ট্যাবলেটটিও উন্মোচন করেছে। ব্র্যান্ডের এই নতুন ট্যাবলেটটি ১০.৩৬ ইঞ্চির ডিসপ্লে এবং Qualcomm Snapdragon 680 প্রসেসরের সাথে এসেছে। ট্যাবটি এদেশে ১৭,০০০ টাকারও কমে মিলবে এবং আগামী ২৩ জুলাই থেকে এর সেল শুরু হবে৷ আর Oppo Pad Air-এর লঞ্চের ঠিক একদিন পরেই এবার এক জনপ্রিয় টিপস্টার ইঙ্গিত দিয়েছেন যে, ওপ্পো তাদের আরও দুটি নতুন ট্যাবলেট ভারতীয় বাজারে আনার পরিকল্পনা করছে৷
Oppo তাদের একাধিক ট্যাবলেট শীঘ্রই ভারতের বাজারে উন্মোচন করতে চলেছে
টিপস্টার মুকুল শর্মার (@stufflistings) একটি সাম্প্রতিক টুইট অনুযায়ী, ওপ্পো ভারতে আরও দুটি ট্যাবলেট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷
ট্যাবলেটগুলির মধ্যে একটি বাজেট-কেন্দ্রিক মডেল থাকবে বলে আশা করা হচ্ছে। আর অন্যটি একটি মিড-রেঞ্জের ট্যাবলেট হতে পারে। মুকুল শর্মা এই ট্যাবলেটগুলির স্পেসিফিকেশনগুলি সম্পর্কে অবশ্য কোনও তথ্য প্রকাশ করেননি৷ এছাড়া, ওপ্পোও ভারতের বাজারে তাদের নতুন ট্যাবলেটের লঞ্চ প্রসঙ্গে কিছু জানায়নি।
প্রসঙ্গত, উল্লেখিত বাজেট ট্যাবলেটগুলি চীনা ব্র্যান্ডের একটি সম্পূর্ণ নতুন ডিভাইস হতে পারে। তবে, মিড-রেঞ্জ ট্যাবটি এবছর মার্চে চীনে লঞ্চ হওয়া ওপ্পো প্যাড ট্যাবলেটটি হতে পারে। চীনের বাজারে এই ডিভাইসের ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৭,০০০ টাকা)। এই ট্যাবলেটটিতে ২,৫৬০x১,৬০০ পিক্সেলের রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ১১ ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে। ট্যাবটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত এবং এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওএস ১২ (ColorOS 12) কাস্টম স্কিনে রান করে। ফটোগ্রাফির জন্য, ওপ্পোর এই ট্যাবলেটে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। আর পাওয়ার ব্যাকআপের জন্য, ওপ্পো প্যাড-এ ৮,৩৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷
উল্লেখ্য, গতকাল এদেশে লঞ্চ হওয়া Oppo Pad Air-এর দাম শুরু হচ্ছে ১৬,৯৯৯ টাকা থেকে। এটিতে ২,০০০x১,২০০ পিক্সেল রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ ১০.৩৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই ট্যাবলেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৬১০ জিপিইউ যুক্ত রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে, Oppo Pad Air-এ একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ট্যাবলেটটিতে ৭,১০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।