Paytm দেবে GPay ও PhonePe কে টক্কর, Fastag নিয়ে বড় সিদ্ধান্ত সংস্থার

By :  techgup
Update: 2024-03-26 17:31 GMT

সমস্যা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে Paytm। ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিছুদিন আগে Paytm payment bank কে ব্যান করায় Paytm এর একাধিক পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। তবে সম্প্রতি জনপ্রিয় পেমেন্ট প্ল্যাটফর্মটি অন্য ব্যাংকের সহায়তায় ইউপিআই পরিষেবা ফের চালু করে। আর এখন Paytm অ্যাপ থেকে Fastag রিচার্জ করাও যাবে বলে জানা গেছে। এর মাধ্যমে আপনি টোল প্লাজায় দীর্ঘ লাইন এড়াতে পারবেন।

Paytm থেকে কেনা যাবে Fastag

এখন সহজেই পেটিএম অ্যাপ থেকেই ফাস্ট্যাগ কেনা যাবে। এরজন্য সংস্থাটি এইচডিএফসি ব্যাংকের সাথে হাত মিলিয়েছে। এর আগে পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে এই পরিষেবা পাওয়া যেত। অর্থাৎ, পেটিএমের তরফে ফের অন্য ব্যাংকের মাধ্যমে পরিষেবাটি চালু করা হল।

সমস্ত চার চাকার গাড়ির জন্য ফাস্ট্যাগ বাধ্যতামূলক। আপনি এটি গাড়ির উইন্ডস্ক্রিনে নিজেই লাগিয়ে রাখতে পারেন। গাড়ি কোন টোল পার হওয়ার সঙ্গে সঙ্গেই ফাস্ট্যাগ থেকে টাকা কেটে নেওয়া হয়। এই সাহায্যে টোল প্লাজায় টাকা দেওয়াও খুব সহজ হয়ে যায়।

ফাস্ট্যাগ রিচার্জ করার জন্য আপনাকে আলাদা করে কিছু করতে হবে না। আপনাকে কেবল Paytm অ্যাপে যেতে হবে। এরপর ফাস্ট্যাগ রিচার্জ অপশনে যেতে হবে। এবার গাড়ি ও ব্যাংকের বিস্তারিত তথ্য পূরণ করতে হবে। তবে এই সব তথ্য পূরণ করার সময় আপনাকে যথেষ্ট মনোযোগী হতে হবে। এরপর আপনি ফাস্ট্যাগ রিচার্জ করতে পারবেন।

Tags:    

Similar News