108MP ক্যামেরা ছাড়াও আরও চমক, এই সপ্তাহে ভারতে আসছে Poco-র নতুন ফোন

By :  SUMAN
Update: 2024-07-30 07:00 GMT

পোকো পয়লা আগস্ট ভারতে এম৬ প্লাস ৫জি নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ব্র্যান্ডের তরফে ইতিমধ্যেই ডিভাইসটির নানা স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। গত সপ্তাহে ফ্লিপকার্ট থেকে ফোনটির ডুয়েল টোন রিয়ার ডিজাইন ও ফ্ল্যাট ব্যাক প্যানেল প্রকাশ্যে এসেছিল। আর এখন ডিভাইসটির প্রসেসরের নাম নিশ্চিত করা হয়েছে। চলুন দেখে নিই পোকো এম৬ প্লাস ৫জি কী কী সারপ্রাইজ নিয়ে আসবে।

পোকো তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) একাউন্ট থেকে একটি ভিডিয়ো টিজার পোস্ট করে জানিয়েছে, এম৬ প্লাস ৫জি স্ন্যাপড্রাগন ৪ জেন ২ এই (অ্যাক্সিলারেটেড এডিশন) চিপসেটের সঙ্গে লঞ্চ হবে। এছাড়া, পোকো আগেই জানিয়েছে যে, এতে অটো নাইট মোড সহ ১০৮ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে।

উল্লেখ্য, পোকো এম৬ প্লাস ৫জি সেগমেন্টের প্রথম ৫জি ফোন হবে, যা ডুয়াল-সাইডেড গ্লাস অফার করবে। এটি কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশনের সঙ্গেও আসবে। সফটওয়্যারের কথা বললে, এতে শাওমি হাইপারওএস থাকবে। দু'টি কালার অপশন মিলবে - আইস সিলভার ও গ্রাফাইট ব্ল্যাক। ডিভাইসটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, এই ফোনে ফুল এইচডি+ ৬.৬৭ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০০০ নিটস পিক ব্রাইটনেস, ৫০৩০ এমএএইচ ব্যাটারি, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ও ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। দাম প্রায় ১৩ হাজার টাকা থেকে শুরু হওয়ার সম্ভাবনা।

Tags:    

Similar News