ইন্টারনেটের ভালোবাসা! বিয়ের নামে 22 লক্ষ টাকার প্রতারণার শিকার এক Facebook ইউজার

Update: 2023-11-01 11:51 GMT

Scam: সময়ের সাথে সাথে প্রেমের ধরণেও ব্যাপক বদল এসেছে। এখন অধিকাংশই অনলাইনে বিশেষ বন্ধু, ভালোবাসার মানুষ বা সঙ্গী খুঁজছেন। নেটমাধ্যমে এখন Tinder, Aisle, Bumble-এর মতো অনেক ধরনের ডেটিং অ্যাপ রয়েছে। তবে কিছু মানুষ আছেন যারা এই পরিস্থিতিতে দাঁড়িয়েও Facebook এবং Instagram-এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রেম খোঁজেন। এক্ষেত্রে অনেকেই তাদের সত্যিকারের ভালোবাসা খুঁজে পেলেও, অনেকেই আবার প্রতারিত হন। যেমন সম্প্রতি Facebook-এর প্রেমের কারণে বিশ্বাসঘাতকতার বা মন ভাঙ্গার পাশাপাশি বড় ক্ষতির মুখে পড়েছেন পুনের ৩০ বছরের এক যুবক।

Facebook-এ প্রেম, মন ভাঙ্গার সাথে লাখ টাকার প্রতারণার ফাঁদে যুবক

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফেসবুকে 'গায়ত্রী' (প্রোফাইল নেম) নামের এক মহিলার সঙ্গে পুনের ৩০ বছর বয়সী ওই যুবকের বন্ধুত্ব হয়। বন্ধুত্ব গভীর হয়ে প্রেমের সম্পর্কে পৌঁছানোর পর, দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা বলে। গায়ত্রী নিজেকে মহারাষ্ট্রের সাঙ্গামনারের বাসিন্দা বলে জানায় এবং সে ওই যুবককে বিয়ের প্রতিশ্রুতিও দেয়। এরপর কিছুটা সময় গড়াতে সে ওই যুবককে বলে যে তার অনেক টাকার প্রয়োজন, যে কারণে তিনি তার অ্যাকাউন্টে প্রায় ২২ লক্ষ টাকা ট্রান্সফার করেন। কিন্তু, কয়েকদিন পর ওই যুবক টাকা ফেরত চাইলে গায়ত্রী তাঁর মেসেজের জবাব দেওয়া বন্ধ করে দেয় এবং তার ফোনটিও বন্ধ হয়ে যায়। এরপরই পুলিশে অভিযোগ করেন ওই যুবক।

আদতে ওই যুবক যাকে মহিলা ভেবে ফেসবুকে বন্ধুত্ব পাতিয়েছিলেন এবং প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন, সে একজন সাইবার প্রতারক।

এর আগে প্রেমের ফাঁদে লক্ষাধিক টাকা হারিয়েছেন অনেকেই

অনলাইনে প্রেমে প্রতারণা বা আর্থিক ক্ষতির ঘটনা এটাই প্রথম নয়। এর আগে বেঙ্গালুরুতে একজন মহিলা তার ডেটিং পার্টনারের দ্বারা প্রতারিত হয়েছিলেন। এই বছরের মে মাসে একজন ৩৭ বছর বয়সী মহিলা, পুলিশ অভিযোগ দায়ের করে বলেছিলেন যে তাঁর টিন্ডার অ্যাপের পার্টনার তাঁকে ৪.৫ লক্ষ টাকার প্রতারণা করেছে। ওই সময় মহিলাটিকে তাঁর ডেটিং পার্টনার বলেছিলেন ব্রিটেনে অধিবাসী হিসেবে পরিচয় দিয়ে ভারতে দেখা করতে আসার কথা বলে এবং টাকা হাতিয়ে নেয়। দীর্ঘ কথোপকথনের কারণে মহিলাটি বিশ্বাস করে লক্ষাধিক টাকা পাঠালে তা তিনি আর ফেরত পাননি।

Tags:    

Similar News