Teacher Scam: নয়া প্রতারণা, শিক্ষকদের অ্যাকাউন্ট হ্যাক করে ভুয়ো সাহায্যের আবেদন ছাত্রদের

By :  SUPARNAMAN
Update: 2022-07-20 14:59 GMT

সদ্য এক অভিনব সাইবার প্রতারণার থাবা ক্রমে ব্যাপ্ত হচ্ছে সারা রাজ্য জুড়ে যেখানে আক্রান্ত হচ্ছেন মূলত স্কুল শিক্ষকেরা! হ্যাঁ, ঠিকই পড়ছেন। পুলিশ-প্রশাসনকে রেয়াত না করে এই প্রতারণা চক্র বর্তমানে রোজই কোনো না কোনো উপায়ে শিক্ষকদের ভাঁওতা দেওয়ার সুযোগ খুঁজছে। সম্প্রতি এরকমই এক ঘটনার সাক্ষী হল পুরুলিয়া শহর। গত সোমবার, সেখানকার এমএম হাইস্কুলের ইংরেজি ভাষার শিক্ষক দেবপ্রতিম বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারকেরা। এরপর সেই অ্যাকাউন্ট ব্যবহার করে তারা উক্ত শিক্ষকের ছাত্রদের থেকে টাকা চেয়ে পাঠায়। দেবপ্রতিম বাবুর (শিক্ষক) আত্মীয় অসুস্থ বলেই টাকা চেয়ে পাঠানো হয়। তবে শেষ পর্যন্ত সেই ছাত্রদের সক্রিয়তাতেই প্রতারণাকারীদের হাত থেকে নিস্তার মেলে। টাকা হাতাতে না পেরে শীঘ্রই গা ঢাকা দেয় তারা। এই মুহূর্তে পুরুলিয়ার সাইবার ক্রাইম বিভাগ ঘটনাটির অনুসন্ধান করছে।

প্রতারণার মুখ থেকে ফেরা দেবপ্রতিম বাবু অবশ্য প্রতারকদের কার্যকলাপ ঘুনাক্ষরেও টের পাননি। তবে কয়েকজন প্রাক্তন ছাত্র সোমবার দুপুরে স্কুল চলাকালীন তার সঙ্গে দেখা করতে এলে তিনি প্রথম ভাবিত হন। ছাত্রেরা শুরুতে তার সমস্যার কথা জানতে চায়। পরে তাদের মধ্যে একজন তার কোন আত্মীয় অসুস্থ তা জানতে চায়। দেবপ্রতিম বাবুর কথায়, এরপরেই ব্যাপারটি পরিষ্কার হয়ে আসে। ছাত্রদের থেকেই তিনি জানতে পারেন, যে তার ফেসবুক অ্যাকাউন্ট তখন হ্যাকারদের দখলে। আসলে সেখান থেকেই প্রতারণাকারীরা তার আত্মীয়ের অসুস্থতার কথা বলে ছাত্রদের কাছে টাকা দাবি করে। কেবল এটুকুই নয়, কোন অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে প্রতারকেরা সেটাও বলে দেয়। স্বভাবতই পুরো ঘটনা বুঝতে পেরে এমএম হাইস্কুলের ইংরেজি শিক্ষক দেবপ্রতিম বাবু একদম থ বনে গিয়েছেন! পরে, বিস্ময়ের রেশ কাটলে তিনি পুরুলিয়া থানার সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ জানান বলে শোনা গিয়েছে।

তবে এই প্রথম নয়, বরং এর আগেও কিছু শিক্ষক এহেন প্রতারণার কবলে পড়েছেন বলে সামনে এসেছে। এমনকি অবসরপ্রাপ্ত শিক্ষকেরা পর্যন্ত প্রতারণাকারীদের নিশানা থেকে বাদ যাননি। এক্ষেত্রে নিরাপদে থাকা অভীষ্ট হলে, সোশ্যাল মিডিয়ায় অপরিচিত কারো বন্ধুত্বের আবেদন গ্রহণ থেকে বিরত থাকুন। এছাড়া ফেসবুক অ্যাকাউন্ট লক করে রাখলে এক্ষেত্রে কিছুটা নিশ্চিন্ত থাকা সম্ভব।

Tags:    

Similar News