ক্যামেরায় AI-এর ছোঁয়া! দুর্ধর্ষ ছবি তুলবে Realme 13 Pro সিরিজ
সম্প্রতি ব্যাংককে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) (এআই) (এআই) ইমেজিং মিডিয়া প্রিভিউ ইভেন্টে রিয়েলমি ১৩ প্রো সিরিজের ক্যামেরা ক্ষমতা এবং এআই ফিচার্স প্রকাশ হয়েছিল। ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিল রিয়েল ১৩ প্রো এবং প্রো+ স্মার্টফোনের ডুয়াল ক্যামেরা সিস্টেমের উন্মোচন। যেখানে প্রাইমারি ক্যামেরা হিসাবে থাকছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (ওআইএস) সহ ইন্ডাস্ট্রি ফার্স্ট ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৭০১ সেন্সর।
ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৬০০ পেরিস্কোপ টেলিফটো লেন্সের সঙ্গে যুক্ত থাকবে, যা ৩x অপটিক্যাল জুম অফার করবে। হার্ডওয়্যারের পাশাপাশি রিয়েলমি হাইপারইমেজ+ প্রযুক্তির ঘোষণা করেছিল। ইন্ডাস্ট্রির প্রথম এই এআই ফটোগ্রাফি আর্কিটেকচার আসলে একটি ত্রিস্তরীয় সিস্টেম যা অন-ডিভাইস এআই প্রসেসিং এবং ক্লাউড-নির্ভর এআই ইমেজ এডিটিং ক্ষমতার সাথে হাই-কোয়ালিটি অপটিক্সকে একত্রিত করে।
হাইপারইমেজ+ সিস্টেমের আরেকটি বড় সুবিধা হল এআই হাইপারর অ্যালগরিদম। যা ইমেজ ক্ল্যারিটি ও ডাইনামিক রেঞ্জ উন্নত করবে। এটি ক্যামেরাকে আরও প্রাকৃতিক আলো এবং ছায়ার ডিটেইলস ক্যাপচার করতে দেয়, যার ফলে আরও বাস্তবসম্মত ছবি পাওয়া যায়।
রিয়েলমি ১৩ প্রো সিরিজে পোর্ট্রেট শটের জন্য এআই চালিত একাধিক ফটোগ্রাফি ফাংশন মিলবে। যার মধ্যে রয়েছে এআই পিওর বোকেহ, এআই ন্যাচারাল স্কিন টোন এবং এআই আল্ট্রা ক্ল্যারিটি। উল্লেখ্য, রিয়েলমি ১৩ প্রো+ স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর এবং ৫,০৫০এমএএইচ ব্যাটারির সঙ্গে আসতে চলেছে। ভারতে লঞ্চ হবে শীঘ্রই।