Realme-এর এই দুই স্মার্টফোন Android 12 আপডেটের আর্লি অ্যাক্সেস পেল
গত বছরের অক্টোবরে Android 12-এর বিটা আপডেট সর্বপ্রথম রিলিজ হয়েছিল। তারপর থেকেই প্রথম সারির স্মার্টফোন প্রস্তুতকারী তাদের বিভিন্ন হ্যান্ডসেটে ওই নতুন অপারেটিং সিস্টেম আপডেট করে চলেছে। সবার প্রথমে অগ্রাধিকার পেয়েছে হাই-এন্ড ফ্ল্যাগশিপ মডেলগুলি। এবার মিড-রেঞ্জ ও বাজেট স্মার্টফোনেও নতুন অ্যান্ড্রয়েড রোলআউট হচ্ছে।
রিয়েলমি তাদের Realme 8 5G ও Realme Narzo 30 5G স্মার্টফোনে Andtoid 12 আর্লি অ্যাক্সেস প্রোগ্রামের ঘোষণা করেছে। যা আসলে বিটা আপডেট। অর্থাৎ স্টেবেল ভার্সন রিলিজ করার আগে বিটা টেস্টারদের দিয়ে নতুন আপডেট পরীক্ষা করে নেওয়া হবে।
Realme 8 5G ও Realme Narzo 30 5G-এর আর্লি অ্যাক্সেস প্রোগ্রামে এন্ট্রি শুরু হয়েছিল ২৬ এপ্রিল থেকে। প্রথম রাউন্ডে ফোনগুলির জন্য ১০০০ জন ব্যবহারকারীকে বিটা আপডেটের জন্য নির্বাচন করা হয়েছে। নতুন করে আর আবেদন নেওয়া হচ্ছে না। তবে যারা Android 12 নির্ভর One UI 3.0 আপডেট টেস্ট করতে চান, তারা বিটা টেস্টিংয়ের সেকেন্ড রাউন্ডে এপ্লাই করতে পারেন। যদিও তার দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।
প্রসঙ্গত, বিটা ইন্সটলের জন্য Realme 8 5G ও Realme Narzo 30 5G স্মার্টফোনকে যথাক্রমে RMX3241_11.A.14 এবং RMX3242_11.A.14 ফার্মওয়্যার ভার্সনে আপডেট থাকতে হবে। One UI 3.0-এর স্টেবেল আপডেট কবে আসবে, তা নিশ্চিত করা যায়নি। অনুমান, মে বা জুনের প্রথমে স্থিতিশীল ভার্সন রোলআউট হতে পারে।