Realme 9 4G আসছে Snapdragon 680 প্রসেসর ও হার্ট রেট ট্র্যাকার সহ, ফাঁস আরও ফিচার
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি ঘোষণা করেছে, আগামী ৭ এপ্রিল নতুন Realme 9 4G স্মার্টফোনটি ভারতের বাজারে পা রাখবে। এই ফোনের লঞ্চ ইভেন্টটি দুপুর ১২:৩০ টায় (স্থানীয় সময়) অনুষ্ঠিত হবে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) এবং রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজগুলি ইতিমধ্যেই ডিভাইসের কয়েকটি প্রধান স্পেসিফিকেশন প্রকাশ করেছে৷ এখন আবারও এক পরিচিত টিপস্টার Realme 9 4G-এর সমস্ত গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এনেছেন। জানা গেছে, Qualcomm Snapdragon 680 প্রসেসর দ্বারা চালিত এই ডিভাইস সর্বাধিক ৮ জিবি র্যাম এবং ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ আসবে। আসুন Realme 9 4G স্মার্টফোনটি লঞ্চের পর ব্যবহারকারীদের কি কি ফিচার ও স্পেসিফিকেশন অফার করতে পারে, তার ওপর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
রিয়েলমি ৯ ৪জি- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Realme 9 4G Expected Specifications)
টিপস্টার যোগেশ ব্রার টুইটারে রিয়েলমি ৯ ৪জি- এর সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকাটি প্রকাশ করেছেন।
তার টুইট অনুযায়ী, রিয়েলমি ৯ ৪জি ৬.৪ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) স্ক্রিন সহ আসবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। রিয়েলমি নিশ্চিত করেছে যে, এই ফোনের ডিসপ্লেতে ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ১,০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিভাইসে উপস্থিত ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি হার্ট-রেট ট্র্যাকার হিসেবেও কাজ করবে। রিয়েলমি ৯ ৪জি উন্নত পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট দ্বারা চালিত হবে। এই হ্যান্ডসেটটি ৬ জিবি এবং ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাব। আর উভয় মডেলই ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ অফার করবে। অতিরিক্ত স্টোরেজের জন্য এই রিয়েলমি ফোনে মাইক্রোএসডি কার্ড স্লট থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
ফটোগ্রাফির জন্য, Realme 9 4G-এর রিয়ার প্যানেলে ১o৮ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল এইচএম৬ প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করবে। এই সেটআপের মধ্যে প্রধান ক্যামেরার সাথে ৮ মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড স্ন্যাপার এবং ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা উপস্থিত থাকবে। সেলফির জন্য, ফোনের সামনে ১০৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখতে পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Realme 9 4G-এ একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) ইউজার ইন্টারফেসে রান করবে। এছাড়া, এটিতে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকও মিলবে।
উল্লেখ্য, Realme 9 4G-তে তথাকথিত রিপল হলোগ্রাফিক ডিজাইন (Ripple Holographic Design) দেখা যাবে। হ্যান্ডসেটটি ৮ মিলিমিটারের থেকেও স্লিম হবে এবং এর ওজন হবে প্রায় ১৭৮ গ্রাম। আসন্ন স্মার্টফোনটি সানবার্স্ট গোল্ড, স্টারগেজ হোয়াইট এবং মিটিওর ব্ল্যাক- এই তিন কালার অপশনে ভারতের বাজারে উপলব্ধ হবে।