১০৮ মেগাপিক্সেল প্রো লাইট ক্যামেরা সহ আসছে Realme 9 সিরিজের নতুন ফোন, দাম ১৫ হাজার টাকার কম
গুঞ্জন ছিলই যে, Realme শীঘ্রই তাদের ৯ সিরিজের অধীনে একটি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন আনবে। সেই দাবি সত্যি করে এখন কোম্পানির তরফে জানানো হল, Realme 9 সিরিজের আপকামিং ফোনে ১০৮ মেগাপিক্সেল প্রো লাইট ক্যামেরা (108 Megapixel Pro Light Camera) থাকবে। আমাদের অনুমান আসন্ন ফোনটির নাম হবে Realme 9 4G। কারণ এই ফোনটিকে ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। যদিও Realme এখনও ফোনটির নাম জানায়নি।
Realme 9 সিরিজের ফোনে থাকবে 108 Megapixel Pro Light Camera
রিয়েলমি সম্প্রতি নিশ্চিত করেছে যে, তাদের আসন্ন রিয়েলমি ৯ সিরিজের ফোনে ১০৮ মেগাপিক্সেল প্রো লাইট ক্যামেরা থাকবে। এটি Samsung-এর ISOCELL HM6 ইমেজ সেন্সর হবে। এতে NonaPixel Plus টেকনোলজি বর্তমান, যা দুর্দান্ত লো লাইট ফটোগ্রাফিরতে সাহায্য করবে। কারণ এটি উজ্জ্বল ফটো ও কালার রিপ্রোডাকশন করতে সাহায্য করে। এদিকে প্রো লাইট ক্যামেরা, HM6 সেন্সরের আল্ট্রা জুম টেকনোলজি ব্যবহার করবে। ফলে অধিকতর ভালো জুম ইন শট নেওয়া যাবে।
যাইহোক যদি সত্যি সত্যি আপকামিং ফোনটি Realme 9 4G হয়, তাহলে এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। আবার এই ফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির ফুল-এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেখা যাবে। এই রিয়েলমি ফোনটি ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ- এই দুটি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে বলে দাবি করা হয়েছে।
এছাড়া, Realme 9 4G ডিভাইসটি তিনটি কালার অপশনে বেছে নেওয়া যেতে পারে, এগুলি হল- সানবার্স্ট গোল্ড, মিটিওর ব্ল্যাক এবং স্টারগেজ হোয়াইট। ফোনটির দাম ১৫,০০০ টাকার কম রাখা হবে।
জানিয়ে রাখি, আপাতত Realme 9 সিরিজের অধীনে Realme 9 5G, Realme 9 Pro 5G, Realme 9 5G SE, ও Realme 9 Pro+ 5G ফোনগুলি ভারতে লঞ্চ হয়েছে।