Realme C30 বাজারে এন্ট্রি নেওয়ার আগে রেন্ডার ফাঁস, দাম রাখা হবে C31 এর থেকেও কম
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির সবচেয়ে সস্তা হ্যান্ডসেট হিসেবে খুব শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে Realme C30। ইতিমধ্যেই এই মডেলটিকে একাধিক সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছে এবং সাম্প্রতিক এক রিপোর্টে আপকামিং এন্ট্রি-লেভেল ফোনটির মূল স্পেসিফিকেশনগুলিও ফাঁস হয়েছে। মনে করা হচ্ছে, গত মার্চে লঞ্চ হওয়া সাশ্রয়ী মূল্যের Realme C31-এর থেকেও সস্তায় মিলবে রিয়েলমির এই নয়া ডিভাইসটি। সম্প্রতি এক নির্ভরযোগ্য টিপস্টার Realme C30-এর কয়েকটি অফিসিয়াল রেন্ডারও প্রকাশ্যে এনেছেন, যেগুলি থেকে এই ফোনের সম্পূর্ণ ডিজাইনটি সম্পর্কে ধারণা পাওয়া গেছে।
প্রকাশ্যে এল Realme C30-এর ডিজাইন
টিপস্টার স্টিভ হেমারস্টোফার ও কম্পেয়ার ডায়াল (Compare Dial) প্রকাশনাটি যৌথভাবে রিয়েলমি সি৩০-এর চারটি অফিসিয়াল লুকিং রেন্ডার অনলাইনে ফাঁস করেছে। রেন্ডারগুলি প্রকাশ করেছে যে, এই নতুন এন্ট্রি-লেভেল হ্যান্ডসেটের সামনে তিন ধারে সরু বেজেল এবং অপেক্ষাকৃত পুরু চিন সহ একটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেখা যাবে। এতে বক্সি ডিজাইন পরিলক্ষিত হবে এবং রিয়েলমি সি৩০-এর ডান প্রান্তে ভলিউম রকার এবং পাওয়ার বাটনটি অবস্থান করবে৷ ডিভাইসের নীচের দিকে স্পিকার গ্রিল, মাইক্রোইউএসবি পোর্ট, মাইক্রোফোন এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক মিলবে।
এছাড়া রিয়েলমি সি৩০-এর রিয়ার শেলে একটি স্বতন্ত্র উল্লম্ব গ্রিড ডিজাইন দেখতে পাওয়া যাবে। আর ব্যাক প্যানেলের ওপরের বাম কোণে এলইডি ফ্ল্যাশ সহ একক ক্যামেরা মডিউল থাকবে। জানা গেছে, এই ডিভাইসে কোনও অপ্রয়োজনীয় সেকেন্ডারি ম্যাক্রো বা ডেপ্থ সেন্সর দেওয়া হবে না। রেন্ডারগুলি নিশ্চিত করেছে যে, রিয়েলমি সি৩০ ব্লু এবং গ্রীন কালার অপশনে বাজারে আসবে, যা লেক ব্লু এবং ব্যাম্বু গ্রিন হিসাবে বাজারজাত করা হতে পারে। আবার ডেনিম ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হওয়ার কথাও শোনা যাচ্ছে।
রিয়েলমি সি৩০-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Realme C30 Expected Specifications)
সাম্প্রতিক বেশ কয়েকটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, রিয়েলমি সি৩০ ফোনে ৬.৫৮ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করবে। ডিভাইসটি একটি ইউনিসক (Unisoc) চিপসেট দ্বারা চালিত হতে পারে। তবে চিপের সঠিক নাম এখনো জানা যায়নি। রিয়েলমি সি৩০ ২ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ এবং ৩ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ- এই দুটি ভ্যারিয়েন্টে ভারতীয় বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।
ফটোগ্রাফির জন্য, Realme C30-তে একটি ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ফোনের সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই এন্ট্রি লেভেল ফোনে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যবহার করা হতে পারে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড গো ভিত্তিক রিয়েলমি ইউআই (Realme UI) ইউজার ইন্টারফেসে রান করবে বলে মনে করা হচ্ছে। সবশেষে জানা গেছে যে, ডিভাইসটি ৮.৪৮ মিলিমিটার পুরু হবে এবং এর ওজন হবে প্রায় ১৮১ গ্রাম। Realme C30 চলতি মাসেই ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে পারে।