Realme C31 আসছে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারির সাথে, দাম প্রায় 10 হাজার টাকা
রিয়েলমি সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করেছে তাদের নতুন বাজেট স্মার্টফোন, Realme C35। এই ডিভাইসটিতে একটি Unisoc প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনটির লঞ্চের পর বর্তমানে সংস্থাটি তাদের C-সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন বাজারে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। জল্পনা চলছে এই হ্যান্ডসেটটি Realme C31 নামে আত্মপ্রকাশ করবে। কিন্তু সংস্থার পক্ষ থেকে এই ফোনটির লঞ্চের তারিখ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছুই জানানো হয়নি। তবে এখন একটি নতুন রিপোর্ট থেকে আসন্ন Realme C31-এর ডিজাইন রেন্ডার এবং স্পেসিফিকেশনগুলি সামনে এসেছে। আসুন এই আপকামিং রিয়েলমি ফোনটি সম্পর্কে কি কি নতুন তথ্য প্রকাশ্যে এল জেনে নেওয়া যাক।
ফাঁস হল Realme C31- এর ডিজাইন রেন্ডার ও প্রধান স্পেসিফিকেশনগুলি
টেক সাইট অ্যাপুয়ালস (Appuals)- এর একটি নতুন রিপোর্টে রিয়েলমি সি৩১ বাজেট স্মার্টফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশনগুলি প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এই ডিভাইসে ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লের নীচের বেজেলটি সামান্য পুরু হবে এবং ফ্রন্ট ক্যামেরার জন্য স্ক্রিনের উপরের দিকে একটি ওয়াটারড্রপ নচ দেখতে পাওয়া যাবে। এছাড়া এই ডিসপ্লেটি ৭২০ x ১,৬০০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন, ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৫০০:১ কনট্রাস্ট রেশিও, ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে৷ ডিভাইসটি ইউনিসক টি৬১২ (Unisoc T612) চিপসেট দ্বারা চালিত হবে এবং এতে ৩ জিবি/ ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। আবার রিয়েলমি সি৩১-এ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ সম্প্রসারণও করা যাবে।
ফটোগ্রাফির জন্য, আসন্ন Realme C31-এর রিয়ার প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে। এই ক্যামেরা সেটআপের মধ্যে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর উপস্থিত থাকবে। সেলফির জন্য, ফোনটির সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। ব্যাক ক্যামেরাতে বার্স্ট, ফিল্টার, টাইম-ল্যাপস ফটো, অ্যাডভান্সড, প্যানোরামিক ম্যাক্রো, নাইট মোড, পোর্ট্রেট মোড ও এইচডিআর-এর মতো ফটোগ্রাফি ফিচার সাপোর্ট করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Realme C31-এ একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে এবং এতে একটি মাইক্রো-ইউএসবি পোর্টের মাধ্যমে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। ফোনের নিম্নাংশে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকও দেখতে পাওয়া যাবে। সবশেষে, ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ (Realme UI 2.0) ইউজার ইন্টারফেসে চলবে। ফোনের স্পিকারটি ব্যাক প্যানেলের নীচে অবস্থান করবে এবং হ্যান্ডসেটটি গ্রীন এবং সিলভার- এই দুই কালার অপশনে বাজারে উপলব্ধ হবে। নিরাপত্তার জন্য, এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও উপস্থিত থাকবে।
উল্লেখ্য, রিপোর্টে বলা হয়েছে যে, Realme C31 ফোনের ৩ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ১২৯ ইউরো (প্রায় ১০,৮০০ টাকা) এবং ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলটি ১৪৯ ইউরো (প্রায় ১২,৫০০ টাকা)-এ লঞ্চ হবে।