আজই অফার শেষ, ৫ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে কিনুন Realme Narzo 30 5G, Narzo 50i, Realme GT 2
Realme Days Sale: ই-কমার্স সাইট Flipkart এর সাথে অংশীদারিত্বে গত ১৫ই মে Realme নিয়ে এসেছিল 'Realme Days Sale'। আর আজ অর্থাৎ ১৯শে মে সেলটি তার অন্তিম দিনে পা রাখলো। ৪দিন ব্যাপী এই সেলে নানাবিধ সেগমেন্টের একাধিক স্মার্টফোনকে ৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টের সাথে বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছে। তবে শুধুমাত্র ডিসকাউন্ট নয়, সাথে বিবিধ আকর্ষণীয় অফারের সুবিধাও দেওয়া হচ্ছে ক্রেতাদের। এমনকি সেলের শেষ দিনে এসেও অফার ও ডিসকাউন্টের ক্ষেত্রে কোনো কমতি দেখা যায়নি। ফলে, আপনারা যারা একটি নতুন স্মার্টফোন কিনতে ইচ্ছুক, তারা আজই একবার অনলাইন শপিং সাইটটিতে ঢুঁ মেরে আসতে পারেন। তবে তার আগে আমাদের এই প্রতিবেদন থেকে জেনে নিন Realme Days সেলে কোন ফোনে কি অফার দিচ্ছে।
Realme Days সেলে অফার তালিকা
অফারের কথা বললে, HDFC ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডের সাথে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আবার, Flipkart Axis ব্যাঙ্কের কার্ড হোল্ডারদের ৫% ক্যাশব্যাক অফার করা হবে। কিস্তিতে পেমেন্ট করতে চাইলে নো-কস্ট ইএমআই অপশন উপলব্ধ থাকছে। আর পুরোনো মোবাইলের পরিবর্তে রিয়েলমি ব্র্যান্ডের যেকোনো নয়া স্মার্টফোন কিনলে ভারী পরিমানের এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। উল্লেখিত অফারগুলির লাভ ওঠাতে পারলে আপনারা তুলনায় অনেক কম দামে পছন্দের স্মার্টফোনকে পকেটস্থ করে নিতে পারবেন। এছাড়া আপনারা, ৭,৯৯৯ টাকা দামের Google Nest hub (2nd gen) স্মার্ট স্পিকার এবং ৮,৯৯৯ টাকা দামের Google Pixel Buds A-series অডিও প্রোডাক্টটিকে যথাক্রমে সর্বনিম্ন ৪,৯৯৯ টাকা এবং ৫,৯৯৯ টাকায় খরিদ করতে পারবেন।
Realme Days সেলে অফারের সাথে উপলব্ধ স্মার্টফোনের তালিকা
প্রথমেই, রিয়েলমির বাজেট সেগমেন্ট অন্তর্গত কয়েকটি 'বেস্ট সেলিং' স্মার্টফোনের সাথে উপলব্ধ অফারের প্রসঙ্গে জানাবো আপনাদের। সেক্ষেত্রে, ১৭,৯৯৯ টাকার 'প্রাইজ ট্যাগ' এর সাথে আসা Realme Narzo 30 5G ফোনটিকে সেলে ১২,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। চলমান সেলে Realme C11 2021 এবং Realme Narzo 50i উভয় ফোনের বিক্রয় মূল্য থাকছে ৫,৯৯৯ টাকা। জানিয়ে রাখি উল্লেখিত দুটি ফোনের আসল দাম ৭,৯৯৯ টাকা। অর্থাৎ ডিসকাউন্টের পরিমান থাকছে ২,০০০ টাকা। বাজেট রেঞ্জের অধীনে আসা অপর একটি স্মার্টফোন হল Realme 9 5G, যা এখন মাত্র ১৩,৯৯৯ টাকা খরচ করে কিনে নেওয়া যাবে। জানিয়ে রাখি, এই ফোনটিকে ১৮,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে Realme 9 Pro স্মার্টফোনটিকে আপনারা সেল চলাকালীন ২১,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ১৬,৯৯৯ টাকায় পকেটস্থ করে নিতে পারবেন।
তদুপরি আপনারা যদি উন্নত ফিচারের সাথে আসা হাই-মিড বা প্রিমিয়াম রেঞ্জের স্মার্টফোন কিনতে আগ্রহী থাকেন, তবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ৫জি চিপসেট সহ আসা Realme 9 Pro+ 5G স্মার্টফোনকে বেছে নিতে পারেন। ২৭,৯৯৯ টাকা দামের এই মডেলটিকে সেলে ডিসকাউন্ট ও অফারের সাথে মাত্র ২২,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। আবার গত ২২শে এপ্রিল প্রায় চুপিসারে ভারতের বাজারে লঞ্চ হওয়া Realme GT 2 স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য, সেলে ২৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। অন্যদিকে, রিয়েলমির অন্যতম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 2 Pro -কে ৪৪,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যের সাথে চলমান সেল থেকে কিনে নেওয়া যাবে। আর, ৪০,৯৯৯ টাকা দামের Realme GT 5G মডেলটি ফ্লাট ৪,০০০ টাকার ডিসকাউন্টের সাথে মাত্র ৩৬,৯৯৯ টাকায় এনলিস্টেড আছে 'রিয়েলমি ডেজ' সেলে।
২৫৬ জিবি স্টোরেজের সাথে আসা Realme GT Master Edition স্মার্টফোনের দাম ৩১,৯৯৯ টাকা। কিন্তু 'রিয়েলমি ডেজ' সেল চলাকালীন আপনারা যদি এই হ্যান্ডসেটকে কেনেন তবে কেবল ২৬,৯৯৯ টাকা খরচ করতে হবে। সেলে Realme GT Neo 2 স্মার্টফোনকে ৩০,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে ঘড়ির কাঁটা রাত ১২টা পেরিয়ে গেলেই, পুনরায় এই ফোনটির দাম ৩৪,৯৯৯ টাকা হয়ে যাবে। পরিশেষে, রিয়েলমি সংস্থার 'লেটেস্ট লঞ্চ ডিভাইস' রূপে গত এপ্রিল মাসের দ্বিতীয় ভাগে ঘোষিত Realme GT Neo 3 80W স্মার্টফোনটিকেও সেলে ৩৩,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যের সাথে তালিকাভুক্ত করা হয়েছে।