Realme GT 2 Explorer Master Edition মহাশক্তিশালী Snapdragon 8+ Gen 1 প্রসেসর সহ আসছে
রিয়েলমি গতবছর অভিনব ডিজাইন ও দুর্দান্ত স্পেসিফিকেশন সহ Realme GT Explorer Master Edition হ্যান্ডসেটটি উন্মোচন করে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে, এর উত্তরসূরি হিসেবে GT 2 Explorer Master Edition মডেলটি শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করবে। এখন এক পরিচিত টিপস্টার আসন্ন এই আপকামিং ডিভাইসটির প্রধান স্পেসিফিকেশনগুলি প্রকাশ্য এনেছেন। জানা গেছে, এই হ্যান্ডসেটে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি OLED প্যানেল থাকবে। আবার এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে বলেও মনে করা হচ্ছে। প্রসঙ্গত, সংস্থার তরফে এখনও অফিসিয়ালি Realme GT 2 Explorer Master Edition-এর স্পেসিফিকেশন বা এর লঞ্চ সম্পর্কে কোনও ঘোষণা করা হয়নি।
ফাঁস হল Realme GT 2 Explorer Master Edition- এর স্পেসিফিকেশন
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-তে পোস্ট করে জানিয়েছেন যে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর সহ একটি স্মার্টফোন চলতি বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ করা হবে। এই হ্যান্ডসেটে সরু বেজেল সহ ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ফুল-এইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা দেখতে পাওয়া যাবে। আবার টিপস্টারের অন্য একটি পোস্ট অনুযায়ী, স্মার্টফোনটি ১০০ ওয়াট এবং ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ বা ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে।
যদিও ডিজিট্যাল চ্যাট স্টেশন তার পোস্টে নিশ্চিত করেননি যে, এই ডিভাইসটিই রিয়েলমি জিটি ২ এক্সপ্লোরার মাস্টার এডিশন হিসাবে লঞ্চ করা হবে, তবে গত মাসে টিপস্টার দ্বারা শেয়ার করা একটি ওয়েইবো পোস্টে দাবি করা হয়, আসন্ন Realme RMX3551 মডেলটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম আনটুটু (AnTuTu)-তে ১ মিলিয়ন বা ১০ লক্ষেরও বেশি স্কোর অর্জন করে সমর্থ হয়েছে। টিপস্টার জানান যে, এই স্মার্টফোনটি রিয়েলমি জিটি ২ এক্সপ্লোরার মাস্টার এডিশন নামে বাজারে আসবে এবং এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেটটি ব্যবহার করা হবে।
অন্যদিকে, আরেক জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা টুইটারে আসন্ন Realme GT 2 Explorer Master Edition-এর প্রায় একইরকম স্পেসিফিকেশন শেয়ার করেছেন। তার দাবি অনুযায়ী, এই আসন্ন রিয়েলমি ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে, এটি ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসবে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ওলেড ডিসপ্লে থাকবে এবং ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে রান করবে।
ফটোগ্রাফির জন্য, Realme GT 2 Explorer Master Edition-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত থাকতে পারে। এছাড়া টিপস্টার জানিয়েছেন যে, এই আসন্ন রিয়েলমি হ্যান্ডসেটটি দুটি ব্যাটারি এবং চার্জিং কনফিগারেশনে বাজারে উপলব্ধ হতে পারে- তার মধ্যে একটিতে ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে এবং অপরটিতে থাকবে ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।