Realme GT 2 আগামী 4 মে ভারতে আসছে, দুর্দান্ত ক্যামেরা সহ থাকবে শক্তিশালী ব্যাটারি

Update: 2022-04-08 14:12 GMT

গতকাল (৭ এপ্রিল) রিয়েলমি প্রত্যাশা মতোই ভারতের বাজারে নতুন Realme GT 2 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি লঞ্চ করেছে। শুধু তাই নয়, এই হ্যান্ডসেটটির পাশাপশি সংস্থাটি গতকাল Realme 9 4G, Realme Book Prime, Realme Buds Air 3 এবং Realme Smart TV Stick- এর মত একাধিক ডিভাইসের ওপর থেকেও পর্দা সরিয়েছে। আর লঞ্চ ইভেন্টের শেষে রিয়েলমি ভারতের গ্রাহকদের জন্য Realme GT 2 সিরিজের বেস মডেলটির লঞ্চের তারিখটিও ঘোষণা করেছে। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই চীনের বাজারে Realme GT 2 ফ্ল্যাগশিপ সিরিজটি লঞ্চ হয় এবং গতমাসে এই লাইনআপের স্মার্টফোনগুলি গ্লোবাল মার্কেটেও পা রেখেছে।

Realme GT 2 ভারতে আসছে আগামী মাসেই

আগামী ৪ মে রিয়েলমির চতুর্থ বার্ষিকী উদযাপিত হবে। আর সেই উপলক্ষ্যেই সংস্থা নিশ্চিত করেছে যে, রিয়েলমি জিটি ২ হ্যান্ডসেটটি তাদের চতুর্থ বার্ষিকীতেই ভারতের বাজারে লঞ্চ করা হবে। যেহেতু স্মার্টফোনটি ইতিমধ্যেই গ্লোবাল মার্কেট এবং চীনের বাজারে উপলব্ধ রয়েছে, তাই এর কোনও স্পেসিফিকেশনই আর অজানা নেই। জিটি ২ প্রো-এর মতো রেগুলার মডেলটিতেও একটি পরিবেশ-বান্ধব কাগজ থেকে অনুপ্রাণিত রিয়ার ডিজাইন দেখতে পাওয়া যাবে এবং এটিকে স্টিল ব্ল্যাক, পেপার গ্রিন এবং পেপার হোয়াইটের মতো তিনটি কালারে বেছে নেওয়া যাবে।

রিয়েলমি জিটি ২- এর স্পেসিফিকেশন (Realme GT 2 Specifications)

রিয়েলমি জিটি ২ ফোনে ৬.৬২ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুল এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এর মধ্যে দেওয়া হয়েছে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আবার সুরক্ষার জন্য ব্যবহার হয়েছে গরিলা গ্লাস ৫ (Gorilla Glass 5)। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দ্বারা চালিত। ভারতে এটি ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ সহ আসতে পারে। রিয়েলমি জিটি ২ অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Realme GT 2- এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে উপস্থিত রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলিজেশন (OIS) সমর্থন সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো স্ন্যাপার। সেলফি ভিডিও কলিংয়ের জন্য এই ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT 2-এ একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News