Realme GT Neo 3 মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসরের প্রথম ফোন হিসেবে ২৯ এপ্রিল ভারতে আসছে, দাম জানুন
জল্পনা সত্যি হল! Realme GT Neo 3 আগামী ২৯ এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে। গত মাসে এই ফোনটি চীনে আত্মপ্রকাশ করার পর থেকে, এদেশে ফোনটি আসবে বলে গুঞ্জন শুরু হয়েছিল। আশা করা যায়, Realme GT Neo 3 ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে চীনের মতো স্পেসিফিকেশন থাকবে। সেক্ষেত্রে এতে ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর সহ এসেছে। ফোনটির দাম শুরু হতে পারে ২৫,০০০ টাকা থেকে।
রিয়েলমি জিটি নিও ৩ ভারতে লঞ্চের সময় (Realme GT Neo 3 India launch date details)
রিয়েলমি ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, রিয়েলমি জিটি নিও ৩ ফোনটি আগামী ২৯ এপ্রিল একটি ভার্চুয়াল ইভেন্টে লঞ্চ হবে। এই ইভেন্ট দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হবে। কোম্পানির নিজস্ব ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া পেজ থেকে ইভেন্টটি দেখা যাবে।
রিয়েলমি জিটি নিও ৩ ভারতে সম্ভাব্য দাম (Realme GT Neo 3 expected price in india)
রিয়েলমি জিটি নিও ৩ এর লঞ্চের তারিখ জানা গেলেও, এর দাম নিশ্চিত করা হয়নি। তবে আমাদের অনুমান ফোনটির দাম শুরু হবে ২৫,০০০ টাকা থেকে। চীনে এই ফোনের দাম শুরু হয়েছে ১৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৯০০ টাকা) থেকে। এই মূল্য ছিল ফোনটির ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের।
রিয়েলমি জিটি নিও ৩ স্পেসিফিকেশন (Realme GT Neo 3 Specifications)
Realme GT Neo 3 ফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। এই ডিসপ্লেটি সর্বোচ্চ ১০০০ নিটস ব্রাইটনেস অফার করবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। আবার Realme GT Neo 3-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৭৬৬ প্রধান সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার সহ ট্রিপল ক্যামেরা সিস্টেম উপস্থিত।
পারফরম্যান্সের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি সর্বাধিক ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অভ্যন্তরীণ স্টোরেজ সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Realme GT Neo 3 দুটি ব্যাটারি ও চার্জিং ভ্যারিয়েন্টে চীনের বাজারে উপলব্ধ – একটি হল ৪,৫০০ এমএএইচ ব্যাটারি + ১৫০ ওয়াট আল্ট্রাডার্ট চার্জিং ভ্যারিয়েন্ট এবং অপরটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি + ৮০ ওয়াট আল্ট্রাডার্ট চার্জিং ভ্যারিয়েন্ট। ভারতে সম্ভবত দ্বিতীয় ভ্যারিয়েন্টটি আসবে না।