আজ লঞ্চ হচ্ছে Realme GT Neo 3 এর Naruto Edition, কী বিশেষত্ব জেনে নিন

Update: 2022-05-26 07:46 GMT

জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারক রিয়েলমি তাদের ফ্যানদের জন্য নিয়ে আসছে একটি বিশেষ চমক! গত মার্চ মাসে বাজারে উন্মোচিত হয় Realme GT Neo 3 হ্যান্ডসেটটি। আর সম্প্রতি সংস্থার তরফে এই ফোনের একটি বিশেষ সংস্করণের টিজার প্রকাশ করা হয়েছে, যা Realme GT Neo 3 Naruto Edition নামে অভিনব ডিজাইনের সাথে আজই (২৬ মে) বাজারে লঞ্চ হবে৷ তাই চলুন আসন্ন লঞ্চের আগে নতুন রিয়েলমি ফোনটির সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল জেনে নেওয়া যাক।

Realme GT Neo 3 Naruto Edition আজই আসছে বাজারে

নাম থেকেই বোঝা যাচ্ছে যে, এই রিয়েলমি হ্যান্ডসেটটি জাপানের জনপ্রিয় অ্যানিমে এবং মাঙ্গা (কমিক্স), নারুটো (Naruto) সিরিজের সহযোগিতায় বাজারে আসতে চলেছে। নতুন অংশীদারিত্বের জন্য, জিটি নিও ৩-এর বিশেষ সংস্করণে নারুটো সিরিজ দ্বারা অনুপ্রাণিত নান্দনিক ডিজাইন দেখতে পাওয়া যাবে। যেহেতু 'শিনোবি' বা 'নিনজা' এই জনপ্রিয় জাপানি অ্যানিমে সিরিজের মূল ফোকাস ছিল, তাই এই আসন্ন স্মার্টফোনেও নিনজা থিমটি পরিলক্ষিত হবে। আবার, রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট জু কি (Xu Qi)-ও, আসন্ন জিটি নিও ৩ নারুটো এডিশন-এর একটি টিজার শেয়ার করেছেন।

প্রসঙ্গত এই টিজার অনুযায়ী, ডিভাইসটিতে প্রাথমিকভাবে ব্ল্যাক টোন দেখতে পাওয়া যাবে। তবে এর বৃহৎ ক্যামেরা মডিউলটি মেটালিক গ্রে কালারের হবে, যার মধ্যে ইমেজ সেন্সরগুলির পাশে নারুটো সিরিজের নিনজা গ্রাম "কোনোহা"-এর আইকনিক প্রতীকটি এবং তার নীচে রিয়েলমি × নারুটো (realme x Naruto) ব্র্যান্ডিংটি অবস্থান করবে৷ যদিও, টিজারে শুধুমাত্র হ্যান্ডসেটটির এই অংশটুকুই দেখতে পাওয়া গিয়েছে, তবে আশা করা যায় ব্র্যান্ডটি জিটি নিও ৩ নারুটো এডিশন-এর সাথে কিছু অতিরিক্ত অ্যাক্সেসারিজও অফার করবে।

এছাড়া, এই রিয়েলমি হ্যান্ডসেটের রিটেইল প্যাকেজিং বক্সেও নারুটো স্টাইলযুক্ত ডিজাইন দেখা যেতে পারে এবং ফোনে একটি এক্সক্লুসিভ নারুটো থিমও থাকতে পারে। তবে ডিজাইন ছাড়া, GT Neo 3 Naruto Edition সম্ভবত রেগুলার GT Neo 3-এর মতোই স্পেসিফিকেশন এবং ফিচারগুলি অফার করবে। যার মধ্যে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, এলপিডিডিআর৫ র‍্যাম, ইউএফএস ৩.১ স্টোরেজ এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির জন্য, Realme GT Neo 3-এ ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

Tags:    

Similar News