Realme Narzo 50 Pro 5G ভারতে আসছে 6 জিবি র‌্যামের সাথে, থাকবে Dimensity 920 প্রসেসর

Update: 2022-05-11 10:22 GMT

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Realme শীঘ্রই ভারতে তাদের Narzo 50 5G স্মার্টফোন সিরিজটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আপকামিং লাইনআপের ল্যান্ডিং পেজটি এখন অ্যামাজন ইন্ডিয়া এবং রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ হয়েছে। জানা গেছে Narzo 50 5G লাইনআপে অন্তর্ভুক্ত Realme Narzo 50 5G এবং Narzo 50 Pro 5G হ্যান্ডসেট দুটি চলতি মাসেই বাজারে আত্মপ্রকাশ করবে। সম্প্রতি একটি রিপোর্টে সিরিজের বেস মডেল, অর্থাৎ Realme Narzo 50 5G-এর প্রধান স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এসেছে এবং এর পাশাপাশি ডিভাইসটির একটি রেন্ডারও সামনে এসেছে, যা থেকে এর ডিজাইন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেছে। এখন আবার এক পরিচিত টিপস্টার Realme Narzo 50 Pro 5G-এর চিপসেট এবং র‍্যাম সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য প্রকাশ করেছেন।

Realme Narzo 50 Pro 5G আসতে পারে MediaTek-এর প্রসেসরের সাথে

এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, রিয়েলমি নার্জো ৫০ প্রো ৫জি-এর মডেল নম্বর হল RMX3396। সম্প্রতি গিটহাব (Github)-এ উপলব্ধ এআর-কোর (AR-Core) ডিভাইসের তালিকায় এই একই মডেল নম্বরটি দেখতে পাওয়া গেছে। টিপস্টার অভিষেক যাদব এই লিস্টিংটি টুইটারে শেয়ার করেছেন।

https://twitter.com/yabhishekhd/status/1524061405372350464

লিস্টিংটি প্রকাশ করে যে, আসন্ন রিয়েলমি ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ চিপসেট দ্বারা চালিত হবে এবং এতে ৬ জিবি র‍্যাম থাকবে। তবে এছাড়া, তালিকাতে ফোনটির অন্য স্পেসিফিকেশনগুলি সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

যদিও সম্প্রতি ফাঁস হওয়া রিয়েলমি নার্জো ৫০ প্রো ৫জি-এর রেন্ডারের মাধ্যমে এর ব্যাক প্যানেলের ডিজাইনটি প্রকাশ্যে এসেছে। এই ফোনের ব্যাক প্যানেলের ওপরের অংশে ম্যাট ফিনিশ আর বাকি অংশে তির্যক লাইন দেখতে পাওয়া যাবে। আবার রিয়ার শেলের ওপরের-বাম কোণে ক্যামেরা মডিউলের মধ্যে ডুয়েল-ক্যামেরা ইউনিটটি অবস্থান করবে।

এছাড়াও শোনা যাচ্ছে যে, Realme Narzo Pro 5G-তে ৬.৫৮ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লে থাকতে পারে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ চিপসেট দ্বারা চালিত হতে পারে। এতে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি বিল্ট-ইন স্টোরেজ মিলবে। এই আপকামিং রিয়েলমি হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে রান করবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য, Realme Narzo 50 Pro 5G-এর ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত থাকতে পারে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য এই রিয়েলমি ফোনে ৪,৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

Tags:    

Similar News