Realme Narzo 50A Prime চার্জার ছাড়াই ভারতে আসছে, কারণ জানাল সংস্থা

Update: 2022-04-06 08:03 GMT

কয়েক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার মার্কেটে রিয়েলমি লঞ্চ করে নতুন Realme Narzo 50A Prime স্মার্টফোনটি। উল্লেখযোগ্যভাবে স্মার্টফোন ব্র্যান্ডটি এই বাজেট ফোনটির রিটেইল বাক্স থেকে চার্জিং অ্যাডাপ্টারটি বাদ দেয় এবং এটিই রিয়েলমির প্রথম ফোন যা ইন-বক্স চার্জিং ব্রিক ছাড়াই বাজারে এসেছে। জল্পনা চলছে Realme Narzo 50A Prime শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হবে। ব্র্যান্ডের পক্ষ থেকেও এখন জানানো হয়েছে যে ভারতীয় বাজারেও আপকামিং ফোনটির বাক্সে চার্জিং ব্রিক অন্তর্ভুক্ত থাকবে না।

ভারতেও Realme Narzo 50A Prime আসবে চার্জিং অ্যাডাপ্টার ছাড়াই

রিয়েলমি তাদের কমিউনিটি ফোরামে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, ইন্দোনেশিয়ার মতো ভারতে আসন্ন রিয়েলমি নার্জো ৫০এ প্রাইম ফোনের সাথে আসবে না কোনো চার্জার। মার্কিন সংস্থা অ্যাপল (Apple)-কে এই পদক্ষেপের প্রণেতা বলা চলে। এই সংস্থাই প্রথমে তাদের লেটেস্ট আইফোনগুলির সাথে ইন-বক্স চার্জার সরবরাহ করা বন্ধ করে। অ্যাপলের মতোই রিয়েলমিও এই সিদ্ধান্তের পিছনে পরিবেশগত কারণের কথাই উল্লেখ করেছে।

প্রসঙ্গত, একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট এবং রিয়েলমি ইন্টারন্যাশনাল বিজনেস গ্রুপের সভাপতি, মাধব শেঠ জানিয়েছেন, রিয়েলমি বর্তমানে পরিবেশ-বান্ধবতার ওপর ফোকাস করার উদ্যোগ নিয়েছে এবং ২০২৫ সালের মধ্যে নেট-জিরো কার্বন নির্গমনের মতো ডাবল জিরোর লক্ষ্য অর্জনের চেষ্টা নিয়োজিত হয়েছে।

এছাড়া, সংস্থা আরও বলেছে যে, আমাদের চারপাশে প্রচুর ১০ ওয়াট চার্জার এমনিতেই পড়ে থাকে। আর তাই এই পদক্ষেপ রিয়েলমিকে পরিবেশ দূষণ কমানোর ক্ষেত্রে অবদান রাখতে সাহায্য করবে। তবে, এটি লক্ষণীয় যে রিয়েলমি নার্জো ৫০এ প্রাইম-এ ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে, যা আমাদের চারপাশে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া ১০ ওয়াট চার্জিং ব্রিক দিয়ে অর্জন করা সম্ভব নয়।

জানিয়ে রাখি, এই পদক্ষেপটি পরিবেশ-সচেতন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্র্যান্ডের প্রথম প্রচেষ্টা নয়। জানুয়ারিতে লঞ্চ হওয়া Realme GT 2 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ব্যাক প্যানেলটি সয়াবিন, কাগজ এবং পরিবেশ-বান্ধব পলিমারের মতো উপাদান দিয়ে তৈরি করা হয়েছে।

রিয়েলমি নার্জো ৫০এ প্রাইম-এর স্পেসিফিকেশন এবং ফিচার (Realme Narzo 50A Prime Specifications and Features)

রিয়েলমি নার্জো ৫০এ প্রাইম-এ ৬.৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে আছে, যা ফুল এইচডি+ রেজোলিউশন, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও, ৬০০ নিট ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য, এই ফোনে ইউনিসক টি৬১২ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, Realme Narzo 50A Prime- এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা মডিউলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর এবজ ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত রয়েছে এবং এর সাথে একটি এলইডি (LED) ফ্ল্যাশও দেওয়া হয়েছে৷ সেলফির জন্য, ডিসপ্লের ওপরে অবস্থিত পাঞ্চ-হোলের মধ্যে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Realme Narzo 50A Prime- এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ১৮ ওয়াট চার্জিং স্পিড সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, এই রিয়েলমি হ্যান্ডসেটে মিলবে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই আর (Realme UI R) কাস্টম স্কিনে রান করে। এছাড়া, Realme Narzo 50A Prime হ্যান্ডসেটে ডুয়েল ৪জি ভিওএলটিই, ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক রয়েছে।

Tags:    

Similar News