৮ হাজার টাকার কমে Realme Narzo 50i Prime লঞ্চ হচ্ছে ২২ জুন, থাকবে ৪ জিবি পর্যন্ত র্যাম
গত মাসে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি (Realme) তরুণ প্রজন্মের গ্রাহকদের উদ্দেশ্যে চমকপ্রদ ডিজাইন এবং দুর্দান্ত স্পেসিফিকেশনের সাথে ভারতের বাজারে Narzo 50 Pro 5G এবং Narzo 50 5G স্মার্টফোন দুটি লঞ্চ করেছে। ব্র্যান্ডটি নারজো লাইনআপে শীঘ্রই Realme Narzo 50i Prime নামে আরেকটি ডিভাইস যুক্ত করবে বলে জানা গেছে। আর এখন নতুন রিপোর্টে আসন্ন ডিভাইসটির ডিজাইন, মূল্য, লঞ্চের তারিখ এবং সমস্ত প্রধান স্পেসিফিকেশনগুলি প্রকাশ করা হয়েছে।
প্রকাশ্যে এল Realme Narzo 50i Prime- এর ডিজাইন ও স্পেসিফিকেশন
৯১মোবাইলস -এর নতুন রিপোর্ট অনুযায়ী, নির্ভরযোগ্য টিপস্টার অনলিক্স জানিয়েছেন যে, রিয়েলমি আগামী ২২ জুন রিয়েলমি নারজো ৫০আই প্রাইম হ্যান্ডসেটটি এদেশের বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। এছাড়াও, টিপস্টার জানিয়েছেন যে, এই ডিভাইসটির দাম রাখা হবে ১০০ ডলার (প্রায় ৭,৮০০ টাকা) এবং এটি ব্ল্যাক এবং গ্রীনের মতো কালার অপশনে পাওয়া যাবে।
অন্যদিকে, এই রিপোর্টে নারজো ৫০আই প্রাইমের রেন্ডারগুলিও শেয়ার করা হয়েছে, রেন্ডার অনুযায়ী, এই হ্যান্ডসেটটি ফ্ল্যাট এজ এবং ফ্ল্যাট ব্যাক প্যানেলের সাথে আসবে। রিয়ার প্যানেলে একটি এলইডি ফ্ল্যাশ সহ একক ক্যামেরা অবস্থান করবে বলে মনে করা হচ্ছে। আর ডিসপ্লের ওপরে ফ্রন্ট ক্যামেরার জন্য ডিউ-ড্রপ স্টাইল নচ দেখা যাবে এবং এর তিন ধারে সরু বেজেল থাকলেও নিম্নাংশের বেজেলটি অপেক্ষাকৃত পুরু হবে।
এছাড়া, ৯১মোবাইলস-এর রিপোর্টটি নিশ্চিত করেছে যে, Realme Narzo 50i Prime একক রিয়ার ক্যামেরার সাথে আসবে এবং ডিসপ্লের সামনের নচে একটি সেলফি ক্যামেরা থাকবে। এই ডিভাইসের ব্যাটারির ক্ষমতা হবে ৫,০০০ এমএএইচ। তবে, এর আগে বিভিন্ন লিক এবং সার্টিফিকেশন থেকে জানা গেছে যে, Narzo 50i Prime ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ আসবে। ডিভাইসটি ৩ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ- এই দুটি মেমরি এবং স্টোরেজ কনফিগারেশনে বাজারে উপলব্ধ হবে বলেও আশা করা হচ্ছে। ফোনটি ৮.৪৮ মিলিমিটার পুরু হবে এবং এর ওজন ১৮১ গ্রাম হবে। এতে ডুয়েল সিম সাপোর্টও থাকবে। Narzo 50i Prime মিডিয়াটেক হেলিও জি৮০ চিপসেটের সাথে আসবে বলে আশা করা হচ্ছে।