Realme Note 60: বেশি দিন অপেক্ষা নয়, শীঘ্রই লঞ্চ হবে নতুন রিয়েলমি নোট ফোন

By :  techgup
Update: 2024-06-20 17:50 GMT

চলতি বছরের শুরুতে রিয়েলমি Realme Note 50 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। বাজারে আসার মাস ছয়েকের মধ্যে এখন কোম্পানিটি এর উত্তরসূরি, Realme Note 60 ফোনটিকে লঞ্চ করার জন্য প্রস্তুতি শুরু করেছে বলে শোনা যাচ্ছে। আর এখন থাইল্যান্ডের ন্যাশানাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) সার্টিফিকেশন ডেটাবেসে আসন্ন Realme Note 60 হ্যান্ডসেটকে দেখা গেছে। কি কি তথ্য সামনে এল এই সার্টিফিকেশন থেকে, আসুন জেনে নেওয়া যাক।

Realme Note 60 ফোনটিকে দেখা গেল NBTC সার্টিফিকেশন ডেটাবেসে

ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) সার্টিফিকেশন অনুযায়ী, রিয়েলমি নোট ৬০ ফোনের মডেল নম্বর হল RMX3933। লিস্টিংটি আসন্ন রিয়েলমি ডিভাইসের স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে, এটি ইঙ্গিত দিয়েছে যে ফোনটি খুব শীঘ্রই লঞ্চ হতে পারে। রিয়েলমি নোট ৬০ সম্ভবত একটি বাজেট সেগমেন্টের ডিভাইস হবে।

ইতিমধ্যেই, রিয়েলমি নোট ৬০ ফোনটিকে মালয়েশিয়ার এসআইআরআইএম (SIRIM) এবং টিইউভি (TUV) সার্টিফিকেশন ওয়েবসাইটগুলিতে দেখা গিয়েছিল। টিইউভি সার্টিফিকেশন অনুযায়ী, হ্যান্ডসেটটিতে ৫,০০০ এমএএইচ (৪,৮৮০ এমএএইচ রেটেড ক্ষমতা) ব্যাটারি ব্যবহার করা হবে। ইতিমধ্যেই, রিয়েলমি নোট ৬০ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন অর্জন করেছে। তবে, রিয়েলমি বলেছে যে তারা ভারতে নোট সিরিজের ডিভাইস লঞ্চ করবে না। সুতরাং, ভারতে রিয়েলমি নোট ৬০ মডেলের লঞ্চের সম্ভাবনা ক্ষীণ।

জানিয়ে রাখি, পূর্বসূরি Realme Note 50 ফোনটি এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৪ ইঞ্চির এলসিডি স্ক্রিন অফার করে। এটি UniSoC T612 প্রসেসর এবং Mali G57 জিপিইউ দ্বারা চালিত। হ্যান্ডসেটটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরার ক্ষেত্রে, Realme Note 50 ফোনটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অফার করে। এটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং একটি আইপি৫৪ (IP54) রেটিং প্রাপ্ত চ্যাসিস রয়েছে।

Tags:    

Similar News