প্রতীক্ষার অবসান, Realme Q5, Realme Q5 Pro লঞ্চ হচ্ছে আগামী 20 এপ্রিল
বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের আসন্ন Realme Q5 সিরিজের স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। এমনকি কয়েকদিন আগে সংস্থার ভাইস প্রেসিডেন্ট জু কি (Xu Qi)-ও সামাজিক মাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন যে, এই সিরিজটি শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করবে। এই সিরিজে Realme Q5 এবং Realme Q5 Pro- এই দুটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে। আর আজ (১২ এপ্রিল) সংস্থার পক্ষ নিশ্চিত করা হল যে,
আগামী ২০ এপ্রিল হোম মার্কেট চীনে এই লাইনআপের ডিভাইসগুলির ওপর থেকে পর্দা সরানো হবে। আসুন আসন্ন লঞ্চের আগে এই নয়া রিয়েলমি স্মার্টফোনগুলি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
Realme Q5 সিরিজটি বাজারে আসছে চলতি মাসেই
রিয়েলমি একটি টিজার প্রকাশ করে আপকামিং রিয়েলমি কিউ৫ সিরিজের লঞ্চের তারিখ এবং সময়সূচি ঘোষণা করেছে। জানা যাচ্ছে আগামী ২০ এপ্রিল দুপুর ২টা (স্থানীয় সময়) থেকে এই সিরিজের লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে। যদিও এখনও কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই, তবে মনে করা হচ্ছে ব্র্যান্ডটি ওইদিন রিয়েলমি কিউ৫ এবং রিয়েলমি কিউ৫ প্রো এই দুটি মডেল উন্মোচন করবে। সংস্থাটি লঞ্চের আগে আগামী কয়েক দিনের মধ্যেই রিয়েলমি কিউ৫ সিরিজের মডেলগুলির নাম নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি কিছু নতুন রিয়েলমি ফোন, যেমন- RMX3372, RMX3574, RMX3571 এবং RMX3575/6- কে চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছে। মনে করা হচ্ছে RMX3372 ডিভাইসটি হোম মার্কেটে রিয়েলমি কিউ৫ প্রো হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। টেনা- এর লিস্টিং অনুযায়ী, এই ডিভাইসটি ৬.৬২ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ আসতে পারে, যা ফুল এইচডি+ রেজোলিউশন অফার করবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট দ্বারা চালিত বলে জানা গেছে। এতে সর্বাধিক ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে।
এছাড়া, Realme Q5 Pro-এ ৬৪ মেগাপিক্সেল (প্রাইমারি) + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখতে পাওয়া যাবে। এই হ্যান্ডসেটে একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং অতিরিক্ত স্টোরেজের জন্য মাইক্রোএসডি কার্ড স্লট মিলবে। এই আসন্ন রিয়েলমি ফোনটি মিরর ব্ল্যাক, ড্রিম ব্লু এবং সুপার অরেঞ্জের মতো তিনটি কালার অপশনে বেছে নেওয়া যেতে পারে।
অন্যদিকে, সম্ভবত RMX3574 হ্যান্ডসেটটি Realme Q5 বা Q5i নামে হোম মার্কেটে আসতে পারে। এটিতে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস ডিসপ্লে দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য, আপকামিং ডিভাইসটির ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত ডুয়েল-ক্যামেরা সিস্টেম এবং সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে। এই ফোনটি একটি ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর প্রসেসর সহ আসবে। এতে ৪ জিবি/ ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া, এই হ্যান্ডসেটেও ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে।