গল্প নয় সত্যি! 5 মিনিটেই চার্জ হবে স্মার্টফোন, 14 আগস্ট বিশ্বের দ্রুততম চার্জিং প্রযুক্তি লঞ্চ করছে Realme
বড় ঘোষণা করল রিয়েলমি (Realme)। চাইনিজ স্মাটফোন ব্র্যান্ডটি আগামী ১৪ই আগস্ট দুনিয়ার দ্রুততম চার্জিং প্রযুক্তি লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। চীনের শেনজেনে সংস্থার বার্ষিক ফ্যান ফেস্টিভালে যুগান্তকারী সেই প্রযুক্তি সর্বসমক্ষে আনা হবে। রিয়েলমি বিস্তারিত কিছু না বললেও, সে দিন ৩০০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে বলে শোনা যাচ্ছে।
Realme আনছে 300W চার্জিং প্রযুক্তি
গিজমোচিনার প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, রিয়েলমির মার্কেটিং হেড ফ্রান্সিস ওং জানিয়েছেন, তারা ৩০০ ওয়াট র্যাপিড চার্জিং টেকনোলজি নিয়ে পরীক্ষা করছেন। রিয়েলমির ৩০০ ওয়াট চার্জার দিয়ে একটি স্মার্টফোনের ব্যাটারি ৩ মিনিটের মধ্যে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে বলে সূত্রের তরফে দাবি করা হয়েছে। আবার পাঁচ মিনিটের কম সময়ে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। তবে রিয়েলমি এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।
জানিয়ে রাখি, শাওমির সাব-ব্র্যান্ড শাওমি গত বছর ৩০০ ওয়াট ফাস্ট চার্জিং সলিউশন প্রকাশ্যে এনেছিল। তবে সংস্থার কোনও ফোনে এখনও এই প্রযুক্তির ব্যবহার হতে দেখা যায়নি। বর্তমানে রিয়েলমি জিটি ৩ বিশ্বের ফাস্টেস্ট চার্জিং ফোন, যা ২৪০ ওয়াট চার্জার সহ উপলব্ধ। তারপরেই রয়েছে ২১০ ওয়াটের রেডমি নোট ১২ এক্সপ্লোরার এডিশন। আইকো ১০ প্রো ফোনটিও ২০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
রিয়েলমি প্রথম ব্র্যান্ড যারা ৩০০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি কমার্শিয়ালি লঞ্চ করতে চলেছে। এটি সংস্থার ২৪০ ওয়াট প্রযুক্তিকে পিছনে ফেলবে। প্রথম ফোন হিসাবে রিয়েলমি জিটি ৭ প্রো'তে এই যুগান্তকারী ফিচার থাকতে পারে। সংস্থা কীভাবে ব্যাটারি চার্জ করার সময় কমাতে পারল এবং কোন প্রযুক্তির দ্বারা এটি সম্ভব হয়েছে, সেটা জানার জন্য ১৪ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।