ভারতীয় স্মার্টফোন মার্কেটে ফের চীনের আগ্রাসন? 2025 সালে দেশের 18 শতাংশ বাজার দখলের লক্ষ্য Realme এর
আগামী বছর ভারতের বাজারে 18 শতাংশ দখল করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে রিয়েলমি। এর জন্য ব্যবসা 50 শতাংশ বৃদ্ধি করতে হবে সংস্থাকে। সেই লক্ষ্যে অ্যামাজন এবং ফ্লিপকার্টের সাথে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ই-কমার্স উপস্থিতি প্রসারিত করতে চাইছে রিয়েলমি।;
ভারতের মত বাজারে প্রতিযোগিতা সর্বদা তীব্র থাকে। সেখানে জমি শক্ত করতে পেরেছে চীনা মোবাইল ব্র্যান্ড Realme। এবার সংস্থার লক্ষ্য, 2025 সালের মধ্যে 18 শতাংশ বাজার দখল করা। এদিন সেই ঘোষণা করেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট। লক্ষ্যমাত্রা ছোঁয়ার জন্য অ্যামাজন এবং ফ্লিপকার্টের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাইছে Realme।
সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে সংস্থার ভাইস প্রেসিডেন্ট এবং সিএমও চেজ জু বলেন, “নতুন ব্র্যান্ডের প্রবেশ এবং ভালো পারফরম্যান্স-সহ 2024 সালে, আমরা ভারতীয় বাজারে তীব্র প্রতিযোগিতার সাক্ষী হয়েছি। তা সত্ত্বেও, আমরা বাজারের প্রায় 12 শতাংশ দখল রেখেছি। এটি একটি কঠিন রেজাল্ট। 2025 এর দিকে তাকিয়ে, আমরা আরও বৃহত্তর সাফল্যের লক্ষ্য রাখছি।”
তিনি বলেন, "আমাদের লক্ষ্য হল আগামী বছর ভারতীয় বাজারে আমাদের বাজারের অংশীদারিত্ব 18 শতাংশ বৃদ্ধি করা৷ এই লক্ষ্যের একটি মূল অংশ হবে, আমাদের প্রধান অংশীদার অ্যামাজন এবং ফ্লিপকার্টের সাথে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে আমাদের ই-কমার্স উপস্থিতি বিস্তৃত করা।"
সাম্প্রতিক সময়ে ভারতীয় ভোক্তাদের চাহিদার সাথে আরও ভালোভাবে সামঞ্জস্য রেখেছে রিয়েলমি। চেজ জু আরও জানান, “আমরা 2024 সালে বিক্রি এবং ব্র্যান্ডের স্বীকৃতির পরিপ্রেক্ষিতে সূচকীয় বৃদ্ধি দেখেছি। এই সাফল্যের কারণ আমাদের কৌশলগত পোর্টফোলিও সম্প্রসারণ। তরুণ ব্যবহারকারীদের উপর মনোনিবেশ করার পাশাপাশি এটি আমাদের বিশ্বব্যাপী পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
আগামী বছর তিনটি জায়গায় মনোযোগ দেওয়া হবে বলে জানিয়েছে রিয়েলমি - কর্মক্ষমতা, ব্যতিক্রমী ডিজাইন এবং তরুণ ব্যবহারকারীর চাহিদা সম্পর্কে গভীর বোঝাপড়া। প্রোডাক্ট পরিকল্পনার ক্ষেত্রে জিটি, নম্বর এবং প্রো সিরিজের উপর বিশেষ নজর রাখা হবে। এগুলি উচ্চ পরিসরে বাজারে ছাড়া হবে বলে ঘোষণা করেছে রিয়েলমি।