Redmi 10 2022 ভারতে এন্ট্রি নিচ্ছে, দেখা গেল Xiaomi India -র ওয়েবসাইটে
চলতি বছরে শাওমির (Xiaomi) সাব-ব্র্যান্ড রেডমি তাদের লেটেস্ট নম্বর সিরিজের অধীনে একাধিক ডিভাইস ভারতের বাজারে লঞ্চ করেছে। এগুলি হল সাশ্রয়ী মূল্যের Redmi 10 এবং Redmi 10A, Redmi 10 Power এবং সদ্য লঞ্চ হওয়া Redmi 10A Sport। এছাড়া, Redmi 10C নামে আরও একটি মডেলও এবছর লঞ্চ হয়েছে, তবে এটি ভারতীয় বাজারে উপলব্ধ নেই। কিন্তু শোনা যাচ্ছে সংস্থাটি তাদের Redmi 10 সিরিজের ক্ষেত্রে এখানেই ইতি টানবে না। কেননা এক জনপ্রিয় টিপস্টার দাবি করেছেন যে, ভারতীয় বাজারে Redmi 10 2022 নামে আরও একটি হ্যান্ডসেট খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। এখনও পর্যন্ত এই ফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, চলুন দেখে নেওয়া যাক।
Redmi 10 2022 শীঘ্রই আসছে ভারতীয় বাজারে
টিপস্টার মুকুল শর্মা সম্প্রতি টুইটারে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, যা প্রকাশ করেছে যে, রেডমি ১০ ২০২২ নামের একটি নয়া ডিভাইস শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। এই মুহুর্তে নাম ছাড়া হ্যান্ডসেটটি সম্পর্কে অন্য কোনও তথ্য উপলব্ধ নেই। তবে ফোনটির নামে ৫জি-এর কোনও উল্লেখ নেই দেখে মনে করা হচ্ছে, এটি সম্ভবত একটি ৪জি ডিভাইস হবে।
প্রসঙ্গত, এই মুহূর্তে রেডমি ১০ ২০২২-কে নিয়ে নানারকম জল্পনার সৃষ্টি হয়েছে। যেমন মনে করা হচ্ছে যে, ডিভাইসটি রেডমি ১০সি হতে পারে, কিন্তু রেডমি ১০ এই ফোনের তুলনায় অধিক সাশ্রয়ী মূল্যের ডিভাইস। আর সেদিকে বিবেচনা করলে, এটি হওয়া কার্যত সম্ভব নয়।
Redmi 10 2022 থেকে কি কি আশা করা যায়?
রেডমি সাধারণত ১০,০০০-১৩,০০০ টাকার সেগমেন্টে তাদের নম্বর সিরিজের ডিভাইসগুলি লঞ্চ করে থাকে। সেদিকটি বিবেচনা করে আশা করা যায়, এতে একটি ফুল-এইচডি ডিসপ্লে দেখা যাবে। কেননা, অধিকাংশ স্মার্টফোন নির্মাতা ইতিমধ্যেই ১০,০০০ টাকা মূল্যের ডিভাইসগুলির সাথে এই রেজোলিউশনের ডিসপ্লে ভারতীয় বাজারে সরবরাহ করছে। এছাড়া Redmi 10-এর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের তুলনায় আসন্ন হ্যান্ডসেটটিতে একটি দুর্বল চিপসেট থাকবে বলে মনে করা হচ্ছে। তবে, এটি এখন নিছকই অনুমান। আসন্ন Redmi 10 2022 থেকে কী আশা করা যায় সে সম্পর্কে ধারণা পেতে বিদ্যমান Redmi 10-এর স্পেসিফিকেশনগুলির ওপর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
রেডমি ১০-এর স্পেসিফিকেশন (Redmi 10 Specifications)
Redmi 10-এ ৬.৭১ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৭২০ x ১,৬৫০ মেগাপিক্সেলের রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ৬ জিবি এলপিডিডিআর৪ র্যাম এবং ১২৮ জিবি ইউএফএস২.২ স্টোরেজ যুক্ত রয়েছে। Redmi 10 অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, Redmi 10-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। এছাড়াও এই রেডমি ফোনে ডুয়েল সিম সাপোর্ট, ৪জি সংযোগ, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.০এ, ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং জিএনএসএস অন্তর্ভুক্ত রয়েছে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi 10-এ ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।