Redmi 10 Prime Plus 5G ডুয়েল ক্যামেরা সহ শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে, খোঁজ মিলল ফার্মওয়্যারের
Xiaomi-র সাব ব্র্যান্ড Redmi ভারত সহ গ্লোবাল মার্কেটের জন্য একাধিক ফোনের উপর কাজ করছে। এর মধ্যে Redmi 10 Prime Plus 5G ফোনটি শীঘ্রই ভারতে পা রাখতে পারে। কিছুদিন আগেই এই ফোনকে 22041219I মডেল নম্বর সহ ভারতীয় ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইটে দেখা যায়। এখন আবার Redmi 10 Prime Plus 5G এর জন্য স্টেবল বিটা রিকোভারি আপডেটের খোঁজ পেল শাওমি ফার্মওয়্যার আপডেটর। ফলে অনুমান করা হচ্ছে এটি দ্রুত ভারতে আত্মপ্রকাশ করবে।
উল্লেখ্য, এর আগে টিপস্টার Kacper Skrzypek জানিয়েছিলেন রেডমি ১০ প্রাইম প্লাস ৫জি ফোনটি রেডমি নোট ১১ই এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসবে। জানিয়ে রাখি, রেডমি নোট ১১ই চলতি বছরের শুরুতে চীনে লঞ্চ হয়েছিল।
Redmi 10 Prime Plus 5G এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
আশা করা যায়, রেডমি ১০ প্রাইম প্লাস ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের ডিজাইন হবে ওয়াটার ড্রপ নচ। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। ফোনটি LPDDR4X র্যাম ও UFS2.2 স্টোরেজ সহ পাওয়া যাবে।
Redmi 10 Prime Plus 5G ফোনে দেওয়া হতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিনে রান করে। ফটোগ্রাফির জন্য এর পিছনে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।