Redmi 10 vs Realme C35: সদ্য লঞ্চ হওয়া দুই বাজেট রেঞ্জের ফোনের মধ্যে কোনটি কিনবেন, জেনে নিন

By :  SUPARNA
Update: 2022-03-19 08:43 GMT

প্রাক-দোলপূর্নিমার তিথিতে অর্থাৎ গত ১৭ই মার্চ ভারতে আত্মপ্রকাশ করেছিল Redmi 10। এই ফোনে ওয়াটারড্রপ নচ-স্টাইল ডিসপ্লে প্যানেল, অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট, ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ একাধিক ফিচার পাওয়া যাবে। আবার গত ৭ই মার্চ Realme C35 নামের আরেকটি বাজেট-রেঞ্জের স্মার্টফোন লঞ্চ হয়েছিল ভারতের বাজারে। এর রিয়ার ক্যামেরা সেটআপের ডিজাইনে iPhone 13 এর প্রতিফলন দেখা যাবে। তদুপরি, FHD+ ডিসপ্লে প্যানেল, ইউনিসক টাইগার টি৬১৬ চিপসেট, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারিও উপলব্ধ থাকছে উক্ত মডেলে। এদিকে দামের দিক থেকে রেডমি ও রিয়েলমির উভয় মডেলের মূল্য ১৩,০০০ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকছে। তাই আজ আমরা বর্তমান সময়ে ভারতে বাজেট সেগমেন্টের প্রধান দুই প্রতিদ্বন্দ্বি Redmi 10 এবং Realme C35 -এর মধ্যে কোনটি সেরা তার তুলনামূলক আলোচনা করবো।

Redmi 10 vs Realme C35: দাম

ভারতে রেডমি ১০ স্মার্টফোনকে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে, ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম ১০,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ১২,৯৯৯ টাকা। এটিকে – ক্যারিবিয়ান গ্রিন, মিডনাইট ব্ল্যাক এবং প্যাসিফিক ব্লু কালারে বেছে নেওয়া যাবে। এই নয়া ফোনকে আগামী ২৪শে মার্চ দুপুর ১২টা থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট, সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Mi.com), এমআই হোম এবং কয়েকটি নির্বাচিত অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে কেনা যাবে।

রিয়েলমি সি৩৫ ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১১,৯৯৯ টাকা। আবার ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ১২,৯৯৯ টাকা। ফোনটি গ্লোয়িং ব্ল্যাক ও গ্লোয়িং গ্রিন কালারে এসেছে।

Redmi 10 vs Realme C35: ডিসপ্লে

সদ্য আগত রেডমি ১০ স্মাটফোনে, কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ একটি ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ২০.৬:৯ এসপেক্ট রেশিও ও ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে।

রিয়েলমি সি৩৫ ফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার-ড্রপ নচ স্টাইল এবং এটি ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ৪০১পিপিআই পিক্সেল ডেনসিটি, ৪৮০ নিট পিক ব্রাইটনেস, ২০:৯ এসপেক্ট রেশিও এবং ৯০.৭% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে।

Redmi 10 vs Realme C35: প্রসেসর, অপারেটিং সিস্টেম, স্টোরেজ

ফাস্ট পারফরম্যান্স সরবরাহ করার জন্য এটি এড্রেনো ৬১০ জিপিইউ এবং অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিন পাওয়া যাবে। তদুপরি, এই ফোনে, ৬ জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ বর্তমান। ফোনে থাকা বিল্ট-ইন স্টোরেজ ব্যবহার করে র‌্যাম ক্যাপাসিটি আরও ২ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের ইন্টারনাল স্টোরেজ বাড়ানো সম্ভব।

রিয়েলমি সি৩৫ ফোনে ব্যবহার করা হয়েছে, এআরএম মালি-জি৫৭ জিপিইউ সহ ২.০ গিগাহার্টজ ক্লক রেটের ইউনিসক টাইগার টি৬১৬ চিপসেট। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই (Realme UI) কাস্টম স্কিনে রান করে। এছাড়া, এতে, ৪ জিবি LPDDR4x র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। যদিও, মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ডিভাইসের স্টোরেজ বর্ধিত করা সম্ভব।

Redmi 10 vs Realme C35: ক্যামেরা সেটআপ

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, রেডমি ১০ ফোনে LED ফ্ল্যাশ লাইট সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর৷ একই ভাবে, সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ফোনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য রিয়েলমি সি২৫ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Samsung S5KJN1 প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ব্ল্যাক-এন্ড-হোয়াইট লেন্স৷ আবার ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের Sony IMX355 ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

Redmi 10 vs Realme C35: কানেক্টিভিটি, ব্যাটারি

রেডমি ১০ ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে, 4G LTE, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ভি৫.০, জিপিএস / এ-জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক। তদুপরি, সিকিউসিটির জন্য হ্যান্ডসেটে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য রেডমির এই হ্যান্ডসেটে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১৮ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যদিও ফোনের রিটেল বক্সে দেওয়া চার্জারটির চার্জিং ক্যাপাসিটি মাত্র ১০ওয়াট পর্যন্ত।

কানেক্টিভিটির জন্য রিয়েলমি সি৩৫ ফোনে 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য ডুয়েল-সিমের এই ডিভাইসে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News