দাম শুরু মাত্র ৮৫০০ টাকা থেকে, Redmi 10A আজ আকর্ষণীয় অফারের সাথে কেনার সুযোগ

Update: 2022-04-26 07:27 GMT

Redmi 10A গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আজ এই ফোনটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। ই-কমার্স সাইট অ্যামাজন ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট (mi.com) থেকে ফোনটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ব্যাংক অফারের লাভ ওঠাতে পারবেন। ফিচারের কথা বললে, Redmi 10A ফোনে পাওয়া যাবে ৬.৫৩ ইঞ্চি ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, হেলিও জি২৫ প্রসেসর ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Redmi 10A ফোনের দাম ও সেল অফার

রেডমি ১০এ দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে এসেছে। এর ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৪৯৯ টাকা। আবার ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৪৯৯ টাকা। ফোনটি সী ব্লু, স্লেট গ্রে ও চারকোল ব্ল্যাক কালারে বেছে নেওয়া যাবে।

সেল অফার হিসেবে ফেডেরাল ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই ফোনের উপর ১০ শতাংশ ছাড় পাবেন। এছাড়া ইএমআই অপশনে ফোনটি কেনা যাবে।

Redmi 10A ফোনের স্পেসিফিকেশন, ফিচার

রেডমি ১০এ ফোনের সামনে দেখা যাবে ৬.৫৩ ইঞ্চি এইচডি+ (১,৬০০x ৭২০ পিক্সেল) ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি ২৫ প্রসেসর। রেডমি ১০এ ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির কথা বললে, Redmi 10A ফোনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার ফোনটির পিছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরায় পোট্রেট মোড ফিচার সাপোর্ট করবে।

Redmi 10A এসেছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। ডুয়েল সিমের এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ভিত্তিক এআইইউআই ১২.৫ (MIUI 12.5) কাস্টম স্কিনে রান করবে। নিরাপত্তার জন্য, Redmi 10A ফোনে রিয়ারমাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Tags:    

Similar News