Redmi A1+ পকেটসই দামে শীঘ্রই বাজারে আসছে, দেখা গেল IMEI ডেটাবেসে
Redmi A1+ নামের একটি নতুন ফোন IMEI ডেটাবেসে উপস্থিত হল। এখানে ফোনটি 220733SFG মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। মনে করা হচ্ছে এই ফোনটি Redmi A1 এর একটি ভ্যারিয়েন্ট হবে। উল্লেখ্য, গত কয়েকদিনে একাধিক সার্টিফিকেশন সাইটে দেখা গেছে Redmi A1 কে। ইতিমধ্যেই একে আমেরিকার FCC সার্টিফিকেশন সাইট ও Geekbench এর মতো বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে খুঁজে পাওয়া গেছে। এই ফোনটি MediaTek Helio A22 প্রসেসর দ্বারা চালিত হবে।
IMEI ডেটাবেসে উপস্থিত হল Redmi A1+
টেক জার্নালিস্ট সিমরানপাল সিং সম্প্রতি একটি টুইট করেছেন, যেখানে তিনি IMEI ডেটাবেসে একটি রেডমি ডিভাইস কে খুঁজে পাওয়ার বিষয়ে জানিয়েছেন। এই রেডমি ফোনের মডেল নম্বর 220733SFG (G-Global)। খুব সম্ভবত এটি রেডমি এ১ এর একটি ভ্যারিয়েন্ট হবে। অনুমান করা হচ্ছে যে, ফোনটি রেডমি এ১ প্লাস নামে বাজারে আসবে। যদিও ফোনটি সম্পর্কে আর কিছু জানা যায়নি
এদিকে রেডমি এ১ কে সম্প্রতি আমেরিকার FCC সার্টিফিকেশন সাইট এবং Geekbench বেঞ্চমার্ক সাইটে দেখা গিয়েছে। জানা গেছে, রেডমি এ১ খুব সম্ভবত মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর দ্বারা চালিত হবে। এই ফোনটির দৈর্ঘ্য হতে পারে ১৬৪.৬৭ মিলিমিটার এবং প্রস্থ হতে পারে ৭৫.৫৬ মিলিমিটার। অনুমান করা হচ্ছে ফোনটিতে ২.৪ গিগাহার্টজ ওয়াইফাই এবং ব্লুটুথ কানেক্টিভিটি দেখা যাবে। এটি বাজেট রেঞ্জেই আসবে।
জানিয়ে রাখি ফোনটি এর আগে TUV Rheinland এবং BIS থেকেও অনুমোদন লাভ করেছিল। TUV Rheinland ডেটাবেসে হ্যান্ডসেটটির মডেল নম্বর ছিল 220733SL এবং 220733SG। অপরপক্ষে BIS-র ডেটাবেসে Redmi A1 এর মডেল নম্বর ছিল 220733SI (I-India)। সুতরাং আশা করাই যায় যে অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও শীঘ্রই এই হ্যান্ডসেটটির দেখা মিলবে।