বিশ্বের সবচেয়ে ছোট পাঞ্চ হোল থাকবে আসন্ন Redmi K40 সিরিজে

By :  PUJA
Update: 2021-02-04 16:22 GMT

চলতি মাসেই লঞ্চ হবে Redmi K40 এবং Redmi K40 Pro। টিপ্সটাররা ইতিমধ্যেই এই সিরিজের মুখ্য স্পেসিফিকেশনগুলি ফাঁস করেছেন। তবে কোম্পানির তরফেও মাঝেমধ্যে রেডমি কে৪০ ও রেডমি কে৪০ প্রো এর বিশেষত্ব সামনে আনা হচ্ছে। যেমন আজ রেডমির জেনারেল ম্যানেজার, Lu Weibing ইঙ্গিত দিয়েছেন, Redmi K40 সিরিজে বিশ্বের সবচেয়ে ছোট পাঞ্চ হোল ডিসপ্লে ব্যবহার করা হবে।

Lu Weibing একটি উইবো পোস্টে জানিয়েছেন, Redmi K40 সিরিজের ফোনে ডিসপ্লের উপরিভাগের মাঝবরাবর কাট আউট থাকবে। এরমধ্যে সেলফি ক্যামেরা দেওয়া হবে। এর আগে Redmi K30 ফোনে আমরা পিল শেপড পাঞ্চ হোল দেখেছিলাম। এছাড়াও স্পষ্ট যে Redmi K30 Pro এর মত নতুন সিরিজে পপ আপ সেলফি ক্যামেরা থাকবেনা।

Weibing আরও বলেছেন, ডিসপ্লের মাঝখানে পাঞ্চ হোল থাকার কারণে, সবচেয়ে বেশি স্ক্রিন টু বডি রেশিও পাওয়া যাবে। যদিও এই ধরণের পাঞ্চ হোল আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটি ফোনে দেখছি। তবে মিস্টার উইবিংয়ের দাবি, রেডমি কে৪০ সিরিজ বিশ্বের সবচেয়ে ছোট পাঞ্চ হোল ডিসপ্লে সহ আসবে। আপাতত এই তকমা ধরে রেখেছে Vivo S5, যার পাঞ্চ হোলের পরিমাপ ২.৯৮ মিলিমিটার।

এর আগে রেডমি ম্যানেজার জানিয়েছিলেন, রেডমি কে৪০ এর স্ক্রিন হবে দুর্দান্ত। সম্ভবত এটি ২০২১ এর সেরা স্ট্রেইট স্ক্রিন স্মার্টফোন হবে। ফোনটির দাম শুরু হবে ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৪,০০০ টাকা) থেকে। এতে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ব্যবহার করা হতে পারে। আবার Redmi K40 Pro ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News