Redmi K50 সিরিজের স্মার্টফোনে থাকবে উন্নত ফাস্ট চার্জিং, স্ক্রিন এবং ইমেজিং
২০১৯-এ K20 সিরিজ দিয়ে Redmi হাই-এন্ড স্পেসিফিকেশন সহযোগে স্মার্টফোন আনার যাত্রা শুরু করেছিল। K20 সিরিজের পর Redmi একে একে K30, K30S এবং চলতি বছরের মার্চে K40 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে এনেছে। নামের বিচারে Redmi K লাইনআপের পরবর্তী প্রজন্মের ডিভাইসের নাম K50 হওয়ার সম্ভাবনাই বেশি।
রেডমির জেনারেল ম্যানেজার এবং শাওমির ভাইস প্রেসিডেন্ট লু ওয়েবিং (Lu Weibing) সে দিকেই ইঙ্গিত দিলেন। পাশাপাশি রেডমি কে ৫০ সিরিজর উন্নতিকল্পে তিনি গ্রাহকদের মতামতও চেয়েছেন।
Redmi K50 সিরিজ নিয়ে Lu Weibing পরামর্শ চাইলেন
রেডমি কে ৫০ সিরিজ থেকে কেমন ফিচার, কনফিগারেশন ও অভিজ্ঞতা পাওয়ার আশা উপভোক্তারা রাখছেন, সম্প্রতি চীনা সোশ্যাল নেটওয়ার্ক উইবোতে ওয়েবিং এমনই পোস্ট করে মতামত জানতে চেয়েছিলেন।
Redmi K50 সিরিজ কবে লঞ্চ হতে পারে
রেডমি কে ৫০ সিরিজের স্মার্টফোন কবে লঞ্চ হতে পারে, তা অবশ্য ওয়েবিং বলেননি। তবে ২০২১ শেষ হওয়ার আগেই রেডমি এই সিরিজের অধীনস্থ হ্যান্ডসেটের ঘোষণা করতে পারে বলে ধরে নেওয়া যায়।
Redmi K50 সিরিজে কোন কোন বিষয়ের ওপর জোর দেওয়া হবে
রেডমি কে ৫০ সিরিজের স্মার্টফোনে ফাস্ট চার্জিং, ভিডিও/ইমেজিং, এবং স্ক্রিনের গুণমান উন্নত করা হবে। চাইনিজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এমনটাই জানিয়েছিল।