ভারতে কামব্যাক করছে Redmi K সিরিজ, শীঘ্রই লঞ্চ হবে Redmi K50i 5G

Update: 2022-07-07 08:26 GMT

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রেডমি (Redmi) ভারতের বাজারে শীঘ্রই তাদের K-সিরিজের আসন্ন ডিভাইসগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, আর তাই তারা বর্তমানে এই সিরিজটি নিয়ে এদেশের গ্রাহকদের মধ্যে হাইপ তৈরি করারও চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি ব্র্যান্ডটি ভারতের বিভিন্ন শহরে Redmi K20 সিরিজের তৃতীয় বার্ষিকী উদযাপনের জন্য একটি প্রচার ক্যাম্পেইনের আয়োজন করেছিল। এখন এবার রেডমি ভারতে K-সিরিজ ফিরে আসার আনুষ্ঠানিক ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় একটি টিজার প্রকাশ করেছে। শোনা যাচ্ছে, চলতি মাসেই আপকামিং Redmi K50i 5G ফোনটির হাত ধরে এদেশে Redmi K সিরিজটি পুনরায় পদার্পণ করতে পারে।

Redmi K50i 5G এমাসেই আসতে পারে ভারতীয় বাজারে

সম্প্রতি 22041216I মডেল নম্বর সহ একটি শাওমি ডিভাইস ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর অনুমোদন লাভ করেছে৷ এই হ্যান্ডসেটটি রেডমি কে৫০আই ৫জি নামে ভারতে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। চলতি বছরের শুরুতে সংস্থা চীনের বাজারে রেডমি নোট ১১টি প্রো মডেলটি লঞ্চ করেছে। এই ডিভাইসটি আবার সম্প্রতি গ্লোবাল মার্কেটে পোকো এক্স৪ জিটি হিসাবে রিব্র্যান্ড করাও হয়েছে। মনে করা হচ্ছে, ভারতে এই ফোনটিই রেডমি কে৫০আই ৫জি নামে আত্মপ্রকাশ করবে।

অন্যদিকে, চীনের রেডমি নোট ১১টি প্রো প্লাস ৫জি হ্যান্ডসেটটি রেডমি কে৫০আই প্রো ৫জি নামে এদেশের বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

রেডমি কে৫০আই ৫জি-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Redmi K50i 5G Expected Specifications)

রেডমি কে৫০আই ৫জি-তে ৬.৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। হ্যান্ডসেটটি ডাইমেনসিটি ৮১০০ চিপসেট দ্বারা চালিত হবে। কে৫০আই ৫জি ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ- এই দুটি মেমরি কনফিগারেশনে বাজারে আসবে এবং ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Redmi K50i 5G-এর রিয়ার প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা ইউনিট উপস্থিত থাকবে। আবার ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখতে পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০৮০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। নিরপত্তার জন্য, এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত থাকবে।

Tags:    

Similar News