Redmi K50s সিরিজ আসছে Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাথে, থাকতে পারে 200 মেগাপিক্সেল ক্যামেরা

By :  SUPARNA
Update: 2022-07-20 11:00 GMT

Redmi, গত ফেব্রুয়ারি মাসে Redmi K50 Gaming Edition স্মার্টফোনটি লঞ্চ করে। পরবর্তীতে মার্চ মাসে, ব্র্যান্ডটি উল্লেখিত লাইনআপের অধীনে আরও দুটি স্মার্টফোন ঘোষণা করে - Redmi K50 এবং Redmi K50 Pro। আর এখন, বেইজিং ভিত্তিক টেক সংস্থাটি শীঘ্রই Redmi K50S এবং Redmi K50S Pro নামের দুটি নতুন স্মার্টফোন চালু করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। সম্প্রতি Redmi -এর জেনারেল ম্যানেজার লু উইবিং (Lu Weibing), কোয়ালকমের সর্বাধিক শক্তিশালী চিপসেটের সাথে সজ্জিত তাদের একটি লেটেস্ট স্মার্টফোনটি টিজ করেছেন। মনে করা হচ্ছে আলোচ্য মডেলটি হয়তো আসন্ন Redmi K50S সিরিজের ডিভাইস হতে পারে।

চীনা মাইক্রোব্লগিং সাইট উইবো (Weibo) -তে পোস্ট করে লু উইবিং নিশ্চিত করেছেন যে, তাদের আসন্ন রেডমি ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। সেক্ষেত্রে এই টিজার অনুসারে বলা যায়, রেডমি কে৫০এস সিরিজ আগামী অগাস্ট মাসে চীনের বাজারে আত্মপ্রকাশ করবে।

রেডমি কে৫০এস, কে৫০এস প্রো স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন (Redmi K50S, K50S Pro Smartphone's expected Specifications)

রেডমি কে৫০এস প্রো (Redmi K50S Pro) ফোনটিকে সম্প্রতি 'কম্পালসারি সার্টিফিকেশন অফ চীন' ওরফে 3C বা CCC সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে দেখা গেছে। যেখানে, উক্ত ডিভাইসটিকে ২২০৮১২১২সি (22081212C) মডেল নম্বর সহ তালিকাভুক্ত করা হয়েছে। মডেল নম্বর ছাড়াও, এই লিস্টিংয়ের মাধ্যমে আলোচ্য ফোনের কিছু ফিচার সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, রেডমি কে৫০এস সিরিজের এই 'প্রো' মডেলে ১২০ ওয়াট হাইপারচার্জ ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থন করবে। এছাড়া, এই আপকামিং হ্যান্ডসেটের ব্যাটারি ক্যাপাসিটি থাকবে ৫,০০০ এমএএইচ।

মনে করা হচ্ছে, Redmi K50S Pro বিশ্বের প্রথম স্মার্টফোন হতে পারে, যা ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের সাথে আসবে। এছাড়া, এই মডেল ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি LTPO AMOLED ডিসপ্লে এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ অফার করবে বলেও জানা গেছে। প্রসঙ্গত, Xiaomiui তাদের একটি পূর্ব প্রকাশিত রিপোর্টে দাবি করেছিল যে, সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ রেডমি কে৫০এস, 'ডাইটিং' (diting) কোডনেম এবং ২২০৭১২১২এসি (22071212AC) মডেল নম্বর সহ বাজারে আসবে ৷ অন্যদিকে, রেডমি কে৫০এস প্রো ফোনের কোডনেম 'প্লেটো' (plato) রাখা হয়েছে।

প্রসঙ্গত, আসন্ন Redmi K50S এবং K50S Pro ফোন দুটি বিশ্ব বাজারে Xiaomi 12T এবং Xiaomi 12T Pro নামে আত্মপ্রকাশ করতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এই খবর কতটা সত্য তা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

Tags:    

Similar News