সুখবর, Redmi Note 11 সিরিজ বিশ্ববাজারে 26 জানুয়ারি লঞ্চ হচ্ছে, থাকবে Qualcomm Snapdragon প্রসেসর
ইউরোপের ফ্যানদের জন্য সুখবর নিয়ে এল রেডমি। আগামী ২৬ জানুয়ারি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করতে চলেছে সংস্থার বহু প্রতীক্ষিত Redmi Note 11 সিরিজটি। আজ সেই ঘোষনাই করা হল সংস্থার তরফে। এই নতুন Redmi Note সিরিজের মডেলগুলি গত বছর চীনে লঞ্চ হওয়া Redmi Note 11 লাইনআপের থেকে আলাদা হবে বলে অনুমান করা হচ্ছে। শোনা যাচ্ছে Redmi Note 11 সিরিজের গ্লোবাল ভ্যারিয়েন্টে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হবে, যেখানে এই সিরিজের চীনা সংস্করণে উপলব্ধ রয়েছে মিডিয়াটেক প্রসেসর। তবে বলার অপেক্ষা রাখে না যে, এই স্মার্টফোনগুলি Redmi Note 10 সিরিজের আপগ্রেডেড ভার্সন হিসেবে বাজারে পা রাখবে।
Redmi Note 11 সিরিজ গ্লোবাল মার্কেটে আসছে জানুয়ারিতেই
রেডমি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করে রেডমি নোট ১১ সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। চীনা সংস্থাটি জানিয়েছে, আগামী ২৬ জানুয়ারি বিকেল ৫:৩০ টায় এই লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হবে। ফেসবুক ও ইউটিউব সহ কোম্পানির সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলির মাধ্যমে পুরো ইভেন্টের লাইভ স্ট্রিম করা হবে৷ রেডমি এই লঞ্চের জন্য একটি টিজার সামনে এনেছে, যাতে “Rise to the challenge” ট্যাগলাইনটি প্রচারের জন্য ব্যবহার করা হয়েছে।
জানিয়ে রাখি, গত বছর অক্টোবরে চীনের বাজারে পা রাখে Redmi Note 11 5G, Redmi Note 11 Pro, Redmi Note 11 Pro+ স্মার্টফোনগুলি। এরপর নভেম্বরেই Note 11 সিরিজের বেস মডেলের ৪জি ভ্যারিয়েন্টটিও চীনে লঞ্চ হয়।
প্রসঙ্গত, Redmi Note 11 5G ভারতে Redmi Note 11T 5G নামে লঞ্চ হয়। অন্যদিকে, Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro+ ফোনগুলিও সম্প্রতি দেশে যথাক্রমে Xiaomi 11i এবং Xiaomi 11i HyperCharge 5G হিসাবে আত্মপ্রকাশ করেছে। চীনের Redmi Note 11 লাইনআপের সবকটি মডেলই মিডিয়াটেকের প্রসেসরের সাথে এসেছে। তবে, নভেম্বরে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছিল যে বিশ্ববাজারে Redmi Note 11 সিরিজের মডেলগুলি কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট এবং নতুন ডিজাইনের সাথে লঞ্চ হবে।
প্রসঙ্গত, Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro+ গ্লোবাল মডেলগুলিকে ইউরোপে ইন্টার্নাল টেস্টিংয়ে দেখতে পাওয়া গেছে। একইভাবে, Redmi Note 11 4G-এর গ্লোবাল ভ্যিরিয়েন্টটি সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (IMDA) এবং রাশিয়ার ইউরেশিয়ান ইকোনমিক কমিশন (EEC) সাইটেও স্পট হয়েছে। একই মডেলটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এবং থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) সাইটেও তালিকাভুক্ত হয়েছে। আবার গতবছর ডিসেম্বরে, Redmi Note 11 Pro+ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টটি 20191116UG মডেল নম্বর সহ ইউএস ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) ডাটাবেসে দেখতে পাওয়া গিয়েছিল।
উল্লেখ্য, Redmi Note 11 সিরিজের গ্লোবাল লঞ্চের পাশাপাশি, সংস্থাটি বর্তমানে ভারতে Redmi Note 11S স্মার্টফোনটির লঞ্চের প্রস্তুতিতে ব্যস্ত৷ গত সপ্তাহে ফোনটির টিজার সামনে এসেছিল এবং জানা যাচ্ছে এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং পাঞ্চ-হোল ডিসপ্লে থাকতে পারে।