Redmi Note 11 SE শীঘ্রই ভারতে আসতে চলেছে, খুঁজে পাওয়া গেল MIUI Code-এর মধ্যে

Update: 2022-08-01 07:21 GMT

ইতিমধ্যেই রেডমি ভারতে তাদের Redmi Note 11 সিরিজের অধীনে মোট পাঁচটি স্মার্টফোন লঞ্চ করেছে। বর্তমান লাইনআপে অন্তর্ভুক্ত রয়েছে Note 11, Note 11S, Note 11T 5G, Note 11 Pro এবং টপ-এন্ড Note 11 Pro+ 5G। তবে রেডমি এখানেই Note 11 সিরিজের সম্ভার সম্পূর্ণ করেনি বলেই মনে করা হচ্ছে। এই লাইনআপের অধীনে একটি নতুন বাজেট স্মার্টফোন খুব শীঘ্রই বাজারে আসবে বলে শোনা যাচ্ছিল। আর এখন এক পরিচিত টিপস্টার জানিয়েছেন, এই আসন্ন নোট সিরিজের স্মার্টফোনটিকে Redmi Note 11 SE বলা হবে। এমআইইউআই (MIUI) কোডে এই মডেলটির নামটি খুঁজে পাওয়া গেছে। এছাড়াও, টিপস্টার প্রকাশ করেছেন যে Note 11 SE-এর ভারতীয় সংস্করণটি এর চীনা লঞ্চ হওয়া মডেলটির মতো হবে না। আসুন এই নয়া রেডমি ফোনটির স্পেসিফিকেশন এবং এখনও অবধি যা যা বিবরণ সামনে এসেছে, সেগুলি দেখে নেওয়া যাক।

Redmi Note 11 SE শীঘ্রই আসছে ভারতীয় বাজারে

চলতি বছরের শেষের দিকে রেডমি নোট ১১ এসই ভারতে নোট ১১ সিরিজের ষষ্ঠ ডিভাইস হিসেবে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। টিপস্টার ক্যাসপার স্ক্রেজিপেক (Kacper Skrzypek) এমআইইউআই কোডে স্মার্টফোনের নাম খুঁজে পেয়েছেন। ফাঁস হওয়া বিবরণ থেকে জানা গেছে যে, ফোনটি গত বছর ভারতে লঞ্চ হওয়া রেডমি নোট ১০এস-এর একটি রিব্যাজড সংস্করণ হবে। এই ডিভাইসটিই পোকো এম৫এস নামে কিছু নির্বাচিত বাজারে লঞ্চ হবে, যেটিকে ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন সাইটে স্পট করা গেছে।

রেডমি নোট ১১ এসই-এর স্পেসিফিকেশন (Redmi Note 11 SE Specifications)

রেডমি নোট ১১ এসই-তে ভিন্ন ডিজাইন থাকলেও, স্পেসিফিকেশনের দিক থেকে এটি নোট ১০এস-এর অনুরূপ হবে বলেই মনে করা হচ্ছে। এতে একটি ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে যার ওপরের মধ্যবর্তী স্থানে একটি পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে। ডিসপ্লেটি ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে৷ ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে। রেডমি নোট ১১ এসই সম্ভবত অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Redmi Note 11 SE-এর ব্যাক প্যানেলে কোয়াড-ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ডেপ্থ এবং ম্যাক্রো ফটোগ্রাফির জন্য দুটি ২ মেগাপিক্সেলের সেন্সর উপস্থিত থাকবে৷ সবশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 11 SE ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Tags:    

Similar News