Redmi Note 11T Pro+ ফোনের নয়া ফিচার ফাঁস, আসছে Surging P1 চিপ ও 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ

Update: 2022-05-23 08:55 GMT

রেডমি আগামীকাল, অর্থাৎ ২৪ মে চীনে তাদের লেটেস্ট Redmi Note 11T স্মার্টফোন লাইনআপটি উন্মোচন করবে। এই সিরিজে Redmi Note 11T, 11T Pro, এবং 11T Pro+ মডেল তিনটি অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। এখন আবার অফিসিয়াল লঞ্চের ঠিক একদিন আগে, রেডমি এই সিরিজের টপ-এন্ড মডেল Redmi Note 11T Pro+ ফোনের ব্যাটারি এবং চার্জিং ক্ষমতা সম্পর্কে কিছু বিবরণ প্রকাশ করে একটি নতুন টিজার পোস্টার শেয়ার করেছে। আসুন আপকামিং হ্যান্ডসেটটির সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

সামনে এল Redmi Note 11T Pro+- এর ব্যাটারি ও চার্জিং স্পেসিফিকেশন

সংস্থাটি সদ্য প্রকাশিত প্রোমোশনাল পোস্টারটির মাধ্যমে নিশ্চিত করেছে যে, আসন্ন সিরিজের টপ-এন্ড মডেল, রেডমি নোট ১১টি প্রো প্লাস দ্রুত চার্জিং প্রযুক্তির জন্য সেল্ফ-ডেভেলপড সার্জিং পি১ চিপের সাথে আসবে এবং ডিভাইসে ১২০ দ্রুত চার্জিং প্রযুক্তিও সাপোর্ট করবে। রেডমি আরও দাবি করেছে যে, ডিভাইসটি ব্যাটারির স্বাস্থ্যের ওপর আরও বেশি ফোকাস করবে এবং বিশেষ অপ্টিমাইজেশনের সাথে আসবে। এতে -১০ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায়ও চার্জিং সাপোর্ট করবে এবং ক্ষয় প্রতিরোধের জন্য এটি প্ল্যাটিনাম আবরণ সহ একটি ইউএসবি টাইপ-সি পোর্টের সাথে আসবে।

রেডমি আরও প্রকাশ করেছে যে, আসন্ন Redmi Note 11T সিরিজের স্মার্টফোনগুলি আইপি৫৩ (IP53) রেটিং পাবে, যা এগুলিকে জল এবং ধুলো প্রতিরোধী করে তুলবে। মডেলগুলির চার কোণে শক্তিশালী সুরক্ষা থাকবে এবং স্ক্রিনের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ব্যবহার করা হবে।

জানিয়ে রাখি, এখনও পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে, Redmi Note 11T Pro+-এ ৬.৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে, যা ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট এবং ফুল এইচডি+ স্ক্রিন রেজোলিউশন অফার করবে। এছাড়া, এই ডিসপ্লেতে অত্যাধুনিক এলটিপিএস (LTPS) প্রযুক্তি, ২০.৫:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ডিসি ডিমিং সাপোর্ট থাকবে। এই ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ৫জি চিপসেট দ্বারা চালিত হবে। প্রসঙ্গত, এই প্রসেসরটি তাইওয়ান সেমিকন্ডাক্টর মানুফাকচারিং কোম্পানি (TSMC)-এর পাওয়ার-এফিশিয়েন্ট ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত।

এছাড়া, Redmi Note 11T Pro+-এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে, যার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল জিডব্লিউ১ প্রাইমারি সেন্সরটি অবস্থান করবে। এই সেন্সরটির আকার ১/১.৭২, যা আরও আলো দিতে এবং ১.৬ মাইক্রোমিটার পিক্সেল পিচ নম্বর লো-লাইট নাইট শটগুলিকে আরও উন্নত করতে সাহায্য করবে।

Tags:    

Similar News